ওনলি সাকিব আল হাসান, নো ডাউট!

সঞ্চালক আবারও নিশ্চিত হলেন, ‘তার মানে আপনি সাকিবের জন্য এসেছেন, আর চিৎকার করছেন ত্রিনবাগো নাইটসের জন্য।’ এবার উত্তর এল, ‘অনলি সাকিব, নো ডাউট!’ সারা পৃথিবীতে সাকিবের এমন ভক্তের কোনো কমতি নেই।

ওনলি সাকিব আল হাসান, নো ডাউট! বললেন এক গ্যালারির এক সমর্থক। শরীরে তাঁর বাংলাদেশের জার্সি। কণ্ঠে সাকিব আল হাসানের নাম।

মাঠে তখন বল হাতে নিয়েছেন সাকিব। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে নিজের চতুর্থ ওভার করতে নেমেছেন। ১৩ তম ওভার। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামের গ্যালারিতে মাতোয়ারা এক দল দর্শক।

শরীরে বাংলাদেশের জার্সি। বিশ্বের যেকোনো প্রান্তেই খেলা হোক না কেন, বাংলাদেশের সমর্থক থাকবেই। অনুষ্ঠান সঞ্চালক সেখানে বুম নিয়ে হাজির।

প্রশ্ন করলেন, ‘কাকে সমর্থন করছেন?’ স্পষ্ট জবাব আসল, ‘প্রথমত এসেছি সাকিবের জন্য, সমর্থন করছি ত্রিনিদাদকে।’ কিন্তু সাকিব তো খেলেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সে।

সঞ্চালক আবারও নিশ্চিত হলেন, ‘তার মানে আপনি সাকিবের জন্য এসেছেন, আর চিৎকার করছেন ত্রিনবাগো নাইটসের জন্য।’ এবার উত্তর এল, ‘অনলি সাকিব, নো ডাউট!’ সারা পৃথিবীতে সাকিবের এমন ভক্তের কোনো কমতি নেই।

ম্যাচে মিশ্র অভিজ্ঞতা হল সাকিবের। চার হাঁকিয়ে ব্যাটিং শুরু করলেন। তবে শেষ রক্ষা হয়নি। ১৪ বলে শেষ হয় সাকিব আল হাসানের ১৩ রানের ইনিংস। ১৪৭ রান ডিফেন্ড করতে নেমে বোলিংয়ে প্রথম ব্রেক থ্রু তিনি এনে দেন।

তাতেও লাভ হয়নি। ৮ বল হাতে রেখে হাতছাড়া হয় ম্যাচ। সিপিএলের চলতি আসরে হয়ে প্রথমবারের মতো বোলিং কোটার চার ওভার শেষ করেন। ২৫ রান দিয়ে এক উইকেট নেন। নাইট রাইডার্স সহজ ম্যাচ জিতে যায় ৮ উইকেটের বড় ব্যবধানে।

Share via
Copy link