শঙ্কার মুখে পাকিস্তানের বাংলাদেশ সফর। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের। কিন্তু সম্প্রতি প্রকাশিত পাকিস্তান সুপার লিগের সময়সূচি শঙ্কায় ফেলে দিয়েছে সেই সিরিজকে।
আইসিসির নির্ধারিত ভবিষ্যত সূচি অনুযায়ী, মার্চ-এপ্রিলে বাংলাদেশ সফর করার কথা ছিল পাকিস্তানের। সেই সিরিজের অন্তর্ভুক্ত ছিল, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। সেই সাথে টেস্ট চ্যাম্পিয়নশীপের দুইটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু পিএসএলের প্রকাশিত সূচি নতুন করে ভাবতে বাধ্য করছে।

সম্প্রতি নিউইয়োর্কে পিএসএল রোডশো চলাকালীন সময়সূচি ঘোষণা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি। আগামী বছরের মার্চের ২৬ তারিখ থেকে মে মাসের ৩ তারিখ অবধি চলবে পাকিস্তান সুপার লিগ। এবারের আসরে, আরও দুইটি নতুন ফ্রাঞ্চাইজিকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে পিসিবির।
অতএব পাকিস্তানের পূর্ণাঙ্গ সফর নিয়ে নতুন করে ভাবতেই হচ্ছে দুই দেশের দুই ক্রিকেট বোর্ডের। ইতিবাচক তথ্য হচ্ছে, পিসিবি কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড- কোন পক্ষই সিরিজ বাতিলের পক্ষে নয়। এমনকি সিরিজের দৈর্ঘ্য কমানোর কোন প্রকার প্রয়াশও করতে চায় না দুই দেশের ক্রিকেট বোর্ড।

বোর্ড প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলমান। উপযুক্ত সময় বের করার প্রয়াশ করছে পিসিবি ও বিসিবি সংশ্লিষ্ট কর্তা-ব্যক্তিরা। বলে রাখা ভাল, ২০২৬ সালে বাংলাদেশের মোট সাতটি দ্বিপাক্ষিক সিরিজ ইতোমধ্যেই নির্ধারিত। এর বাইরে দু’টো খালি সময় রয়েছে মে ও সেপ্টেম্বরে। সেই দু’টো ফাঁকা সময়ে এই সিরিজকে আয়োজনের চিন্তা-ভাবনাই করছে বিসিবি ও পিসিবি।











