টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশ্র অভিজ্ঞতা ঝেড়ে নতুন করে সবকিছু শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। চলতি আগস্টের ২১ তারিখে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হবে বিশ্বকাপ পরবর্তী মিশন। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচ উপলক্ষে পাকিস্তান অনেক আগ থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে। ইতোমধ্যে রাওয়ালপিন্ডি টেস্টের জন্য নিজেদের একাদশও প্রায় চূড়ান্ত করে ফেলেছে তাঁরা।
ওপেনিং জুটিতে আবদুল্লাহ শফিক থাকছেন নিশ্চিত, তবে তাঁর সঙ্গী কে হবেন সেটা নিয়ে সংশয় রয়েছে এখনো। দুই তরুণ সায়িম আইয়ুব এবং মোহাম্মদ হুরায়রার মধ্যে যে কোনো একজন সুযোগ পাবেন। তিন, চার ও পাঁচ নম্বর অবশ্য চূড়ান্ত, বাবর আজম, শান মাসুদ এবং সৌদ শাকিল যথাক্রমে থাকবেন এসব পজিশনে।
উইকেটরক্ষক হিসেবে মোহাম্মদ রিজওয়ান যে কোনো দিনেই প্রথম পছন্দ, এছাড়া অলরাউন্ডার হিসেবে আঘা সালমান। অর্থাৎ একটা স্পট বাদ দিলে পাক ব্যাটিং লাইনআপ কেমন হবে তা বোঝাই যাচ্ছে।
পিচ বিবেচনায় রাওয়ালপিন্ডিতে খুব সম্ভবত চার পেসার খেলাবে টিম ম্যানেজম্যান্ট। এক্ষেত্রে শাহীন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ এর জায়গা পাকা। পুরোপুরি ফিট না থাকায় আমের জামেলের পরিবর্তে দেখা যাবে খুররাম শেহজাদকে। মীর হামজা বা মোহাম্মদ আলী থেকে একজনকে বেছে নেয়া হবে চতুর্থ পেসার হিসেবে।
অর্থাৎ সবমিলিয়ে দুইটি জায়গা ফাঁকা রয়েছে, আর সেজন্যই পাকিস্তান শাহীনসের বিপক্ষে বাংলাদেশ এ দলের চারদিনের ম্যাচে চোখ থাকবে ম্যানেজম্যান্টের। টেস্ট স্কোয়াডে আছেন এমন ক্রিকেটারদের মধ্যে কামরান গোলাম, মীর হামজা, সায়িম আইয়ুব, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ আলী, সরফরাজ আহমেদ খেলবেন এই টেস্টে।
এদের মধ্যে মোহাম্মদ আলী, মীর হামজা, সায়িম আইয়ুব এবং মোহাম্মদ হুরায়রাকে রাখা হবে ম্যাগনিফাইং গ্লাসের নিচে। ভাল পারফরম্যান্স করলেই তাঁরা সরাসরি পেয়ে যাবেন রাওয়ালপিন্ডি টেস্টের টিকিট।