গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে পারবেন পাকিস্তানিরা?

আগামী ২০ জুলাই থেকে শুরু হবে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার তৃতীয় আসর। ঠিক এই সময়ের মাঝেই আবার শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। অর্থাৎ গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার ড্রাফটে সুযোগ পাওয়া পাকিস্তানি ক্রিকেটারদের শেষমেশ এ টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। 

দীর্ঘ‌ সময় অপেক্ষার পর আবারো ফিরতে চলেছে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা। আগামী ২০ জুলাই থেকে শুরু হবে কানাডার এ ফ্রাঞ্চাইজি লিগটি। ঠিক এই সময়ের মাঝেই আবার শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। অর্থাৎ গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার ড্রাফটে সুযোগ পাওয়া পাকিস্তানি ক্রিকেটারদের শেষমেশ এ টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা।

এবারের গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মোট ১৪ জন পাকিস্তানি ক্রিকেটার সুযোগ পেয়েছেন। যদিও এরমধ্যে সিংহভাগ ক্রিকেটারই অবসরপ্রাপ্ত কিংবা পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে নেই। যেমন শহীদ আফ্রিদি আর শোয়েব মালিক দুটি দলের আইকন প্লেয়ার হিসেবে এ টুর্নামেন্টে অংশ নিবেন।

কিন্তু তবে গ্লোবাল টি-টোয়েন্টির এই ড্রাফটে দল পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ শফিক, যার পাকিস্তানের লাল বলের ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে আছেন। এ ছাড়া জামান খান, সায়েম আয়ুব, আজম খান অতি সাম্প্রতিককালে পাকিস্তানের হয়ে সাদা বলের ক্রিকেটে খেলেছেন। তাই পাকিস্তানের সিংহভাগ ক্রিকেটার শেষ পর্যন্ত পিসিবি থেকে অনাপত্তি পাবেন কিনা, তার জন্য কিছুটা অপেক্ষা করতেই হচ্ছে।

নির্ভরযোগ্য তথ্যসূত্র জানাচ্ছে, পাকিস্তানি ক্রিকেটারদের এ লিগ খেলার জন্য অনাপত্তি পত্র পাওয়া নির্ভর করছে ফিটনেস আর টেস্ট সিরিজের জন্য পর্যাপ্ত বিশ্রামের ভাবনায়। অর্থাৎ যারা টেস্ট সিরিজের দলে জায়গা পাবেন, তাঁরা আর শেষ পর্যন্ত গ্লোবাল টি-টোয়েন্টি খেলার অনাপত্তি পত্র পাবেন না।

ভ্যানকুভার নাইটসের আইকন ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের টেস্ট দলের সদস্য। যদিও সাম্প্রতিক কালে সরফরাজ আহমেদের কাছে একাদশে জায়গা হারিয়েছেন। তাই ধারণা করা হচ্ছে, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নিতে স্কোয়াড থেকে সরে দাঁড়াতে পারেন এ উইকেটরক্ষক ব্যাটার।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রথম দুই আসর হয়েছিল ২০১৮ ও ২০১৯ সালে। কোভিড মহামারীর কারণে পরের তিন বছর আর কোনো আসর হয়নি। তবে লম্বা বিরতির পর অবশেষে আবারো মাঠে গড়াচ্ছে এ আসর। কানাডার এ ফ্রাঞ্চাইজি লিগের তৃতীয় আসরে বাংলাদেশ থেকেও খেলবেন দুই জন। মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। লিটন কুমার দাসকে দলে নিয়েছে সারে জ্যাগুয়ার্স।

এ ছাড়া এই টুর্নামেন্টে ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, অ্যালেক্স হেলসের মতো তারকার পাশাপাশি খেলবেন  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া তারকারাও। সেই তালিকাতে আছে শহিদ আফ্রিদি, হরভজন সিংয়ের নাম।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...