বাজে উইকেট বানানোর খেসারত দিচ্ছে পাকিস্তান দল। মুলতান টেস্ট হার এখন সময়ের অপেক্ষা কেবল।
কে ভেবেছিল প্রথম ইনিংসে রানের পাহাড়ের চূড়ায় উঠেও এভাবে বিপর্যস্ত হবে পাকিস্তান দল। কারণ, প্রথম ইনিংসে ২৬৭ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। আর চতুর্থ দিনের অবস্থাটা এমন যে, ইংল্যান্ডকে আরেকবার ব্যাট করতে নামানো পাকিস্তানের পক্ষে অসম্ভব।
ইংল্যান্ড সাত উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করার আগে করে ৮২৩ রান। ইতিহাস গড়া এক ট্রিপল সেঞ্চুরি করেছেন হ্যারি ব্রুক। ম্যাথু হেইডেনকে ছাপিয়ে টেস্ট ময়দানের দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরির মালিক এখন তিনি।
রুটও খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। দেশের বাইরে পেয়েছেন নিজের চতুর্থ টেস্ট ডাবল সেঞ্চুরি।
জবাবে, দ্বিতীয় ইনিংসের একদম প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার আব্দুল্লাহ শফিক। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় তারা। ব্যাটিংয়ে ছিল না সামান্যতম প্রতিরোধ।
ইংলিশ ধারাভাষ্যকাররা বলছিলেন এমন ফ্ল্যাট উইকেট তারা জন্মেও দেখেনই। আর এমন উইকেটে এভাবে হারের অপেক্ষা করতে হবে, সেটাও বোধকরি পাকিস্তান কল্পনাতেও ভাবেনি। দিনশেষে এখনও তারা পিছিয়ে আছে ১১৫ রানে। হাতে মোটে আছে চার উইকেট।