সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকা। বল হাতে দাপট দেখানোর পর ব্যাটেও মুন্সিয়ানা দেখাল স্বাগতিকরা। সায়িম আইয়ুবের ব্যাটিং ঝড়ে সহজ জয় তুলে নিল শাহীন আফ্রিদির সেনারা।
এদিন আগে ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক এবং লুহান ড্রে পেটোরিয়াস দুরন্ত শুরু করেছিলেন। ৭২ রানের জুটি গড়ে আভাস দিচ্ছিলেন বড় স্কোরের। তবে ৩৯ রানে থামতে হয় এই তরুণ তুর্কিকে। টনি ডি জর্জিও সঙ্গ দিতে ব্যর্থ হলেন। সালমান আলী আঘার শিকার হয়ে ফিরে গেলেন।
ডি কক ব্যাট হাতে ধারাবাহিকতার প্রতিমূর্তি হয়ে ধরা দিয়েছেন। টানা তিন ম্যাচেই ফিফটি পেরোনো ইনিংস খেলেছেন, আছে সেঞ্চুরিও। আজও ৫৩ রান এলো তাঁর ব্যাটে। তবে মোহাম্মদ নাওয়াজের শিকার হয়ে যখন সাজঘরে ফিরলেন, আফ্রিকার ভাগ্যও যেন সাথে নিয়ে গেলেন।

এরপরই আবরার আহমেদের ঘূর্ণি শো শুরু হলো। একেবারে দিশেহারা হয়ে গেল আফ্রিকার ব্যাটিং লাইনআপ। আবরারের বোলিং তাণ্ডবে প্রোটিয়াদের থামতে হলো মাত্র ১৪৩ রানে। ১০ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান দিয়ে তিনি নিয়েছেন চার উইকেট।
পাকিস্তানের জন্য ১৪৪ রানের লক্ষ্যটা খুবই সামান্য। তবে দলটা পাকিস্তান বলেই একটা আশঙ্কা থেকেই যায়। আর সেটা জোরালো হলো ইনিংসের দ্বিতীয় বলে নাদ্রে বার্গারের শিকার হয়ে ফখর জামান সাজঘরে ফিরলে। তবে সায়িম আইয়ুব সামলে নিলেন সবকিছু। প্রতিপক্ষ বোলারদের উপর ছড়ি ঘোরালেন।
৭৭ রানের এক ঝলমলে ইনিংস খেলে দলকে জয়ের দ্বারপ্রান্তে এনে দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত সাত উইকেট এবং ১৪৯ বলের বিশাল ব্যবধানে প্রোটিয়াদের হারাল পাকিস্তান। সেই সঙ্গে ২-১ এ সিরিজ বাগিয়ে নিল স্বাগতিকরা।












