বিশ্বকাপে পাকিস্তানের স্পিন আক্রমণের রূপরেখা

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আর মাত্র মাস চারেকের অপেক্ষা। ১০ দলের আয়োজনের ক্রিকেটীয় এ মহাযজ্ঞের আতিথিয়তা দিবে ভারত। সেই লক্ষ্যে দল গোছানোর কাজেও বেশ খানিকটা এগিয়ে গিয়েছে দলগুলো।

উপমহাদেশের উইকেট বরাবরই স্পিন সহায়ক। যদিও আইসিসি’র ইভেন্টগুলো সাধারণত স্পোর্টিং উইকেটেই হয়। তারপরও, অংশগ্রহণকারী প্রতিটা দলই যে ভারসাম্যপূর্ণ স্পিন ইউনিট নিয়ে স্কোয়াড তৈরি করবে, তা এক প্রকার নিশ্চিতই।

পেস বোলিং ইউনিটের পাশাপাশি পাকিস্তানের স্পিন বোলিংও ঠিক ততটা পিছিয়ে নেই। বরং, শীর্ষ কয়েকটা স্পিন অ্যাটাকের মধ্যে পাকিস্তান প্রথম সারির দিকেই থাকবে। তো, কাদের নিয়ে স্পিন আক্রমণ সাজাবে পাকিস্তান? আসন্ন বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াডে সেই উপায়ই এবার বাতলে দিলেন পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমল।

সাবেক এ ক্রিকেটারের মতে, চার স্পিনার নিয়ে স্কোয়াড সাজানো উচিৎ পাকিস্তানের। বিশেষ করে বিশ্বকাপটা ভারতে আয়োজিত হবে বলেই এই মত দেন এই গ্রেট।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারতে বিশ্বকাপ। তাই আমাদের স্পিন বোলিং নিয়ে আলাদা ভাবনা থাকা উচিৎ। আমার মতে, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ আর উসামা মিরকে নিয়ে স্পিন বোলিং ইউনিট সাজানো উচিৎ। এই তিন স্পিনারকে নিয়ে তাদের নেতৃত্ব দিবে শাদাব খান। ব্যক্তিগত ভাবে এই চার জনকেই আমার যোগ্য মনে হয়েছে। চারজন না হলেও, নির্বাচকদের এই চার স্পিনারের মধ্যে ন্যূনতম তিন জনকে নেওয়া উচিৎ।’

নতুন বলে বরাবরই ভুক্তভোগী হয় পাকিস্তানের বোলিং লাইনআপ। এ ক্ষেত্রে ইমাদ ওয়াসিমকে সমাধান মনে করেন সাইদ আজমল। তাঁর মতে, ‘ইমাদ একজন ইম্প্যাক্টফুল ক্রিকেটার। সে সাত নম্বরে ব্যাটিংয়ে এসে ১৪০ স্ট্রাইকরেটে ব্যাট করতে পারে। আবার নতুন বলেও দারুণ বোলিং করতে পারে। এমন একজন  ক্রিকেটারের অবশ্যই একাদশে থাকা উচিৎ।’

স্পিন বোলিং নিয়ে সাঈদ আজমল এ সাক্ষাৎকারে পেস বোলিং নিয়েও নিজের একান্ত ভাবনা জানিয়েছেন। তাঁর মতে, নতুন বলে ইমাদ ওয়াসিম দায়িত্ব নিলে পুরনো বলে পেসারদেরই এগিয়ে আসতে হবে।

এ নিয়ে তিনি বলেন, ‘পুরনো বলে হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়ররা দুর্দান্ত পারফর্ম করবে বলেই আশা করি। এদের পাশাপাশি মাঝের ওভার গুলোতে ইমাদ ওয়াসিমকে দিয়েও কাজে লাগানো যেতে পারে। ইমাদ ওয়াসিম যে রোল প্লে করবে, তা যে কোনো দলের জন্যই গুরুত্বপূর্ণ।’

প্রসঙ্গত, ভারত-পাকিস্তান বৈরীতায় এখনো প্রকাশিত হয়নি আসন্ন বিশ্বকাপের সময়সূচি। তবে শেষ খবর বলছে, আগামী ৭ জুন থেকে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন সময়কেই বিশকাপের ফিক্সচার প্রকাশ করার কথা রয়েছে আইসিসির।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link