পাকিস্তান ক্রিকেট দলের সময় কখন ভাল যাবে, কখন খারাপ যাবে – তাঁর আগাম অনুমান করা মুশকিল। কাগজে কলমে গত কয়েকটা দিন সময়টা খুব ভালো যাচ্ছে পাকিস্তানের। সাম্প্রতিক সময়ের প্রতিটি সিরিজই পাকিস্তান জিতে চলছে। জিম্বাবুয়ের বিপক্ষে একটা টি-টোয়েন্টি ম্যাচ হারলেও জিতে নিয়েছে টেস্ট সিরিজ।
বছরের শুরুতে তাঁরা দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ঘরের মাঠে সফরকারীদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ ২-০-তে আর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ২-১ এ জিতে নেয় স্বাগতিকরা। তারপর সেই দক্ষিণ আফ্রিকার মাটিতে ফিরতি সফরে পাকিস্তান তিনটি ওয়ানডে ও চারটি টি টোয়েন্টি খেলে।
ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজও পাকিস্তান যথাক্রমে ২-১ ও ৩-১ ব্যবধানে জিতে নেয়। সেখান থেকে জিম্বাবুয়ে সিরিজ খেলতে যেয়ে শুধু একটি টি-টোয়েন্টি হেরে বাকি দু’টি টোয়েন্টি ও দু’টি টেস্ট খেলে পাকিস্তান এখানেও সব সিরিজ জিতে নেয়।
এমন অবস্থায় পাকিস্তানের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স মূল্যায়ন করে পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার আব্দুল রাজ্জাক মনে করছেন, শীঘ্রই পাকিস্তানই হবে বিশ্ব ক্রিকেটের সর্বসেরা দল। তিনি মনে করেন দ্রুতই সব ফরম্যাটের আইসিসি র্যাংকিংয়ে দ্রুত অগ্রগতি হবে পাকিস্তানের।
বর্তমানে পাকিস্তান দল টি-টোয়েন্টিতে চতুর্থ, টেস্টে পঞ্চম ও ওয়ানডেতে ষষ্ঠ স্থানে রয়েছে। বাবর আজমের নেতৃত্বে খুব শক্ত অবস্থানেই আছে তারা। রাজ্জাক এখানে বাবর আজমকেই ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে মানছেন। যেভাবে বাবর আজম ব্যাটসম্যান হিসেবে র্যাংকিংয়ে উপরের দিকে এসেছেন, তেমনি দল হিসেবেও এগোবে পাকিস্তান।
তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া সবাই নিজেদের দল গুলো নিয়ে নতুন করে শুরু করেছে, একটা পুন:নির্মানের মধ্যে আছে। আর দক্ষিণ অবস্থা তো আরো খারাপ। সেই তুলনায় আমি খুশি যে আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই চোখে পড়ার মতো উন্নতি করছি।’
আব্দুল রাজ্জাকের কথায় স্পষ্ট যে পাকিস্তান তাঁর দল গঠনে এতদিন কাজ করে এখন সাফল্য পাচ্ছে যেটা গত কয়েক বছরে ভারত, ইংল্যান্ড দেখিয়েছে। পাকিস্তানকেও গত কয়েক বছরে ক্রিকেটের সব বিভাগে অধারাবাহিকতা এবং বিশেষ করে তারণ্য আর অভিজ্ঞতার মিশেলে দল গঠনে খুব অসুবিধার মধ্য দিয়ে যেতে হয়েছিল।
কিন্তু, এখন তাদের রাডারে ২০-২৫ জন ক্রিকেটার দলের সঙ্গে আছে যারা পারফর্ম করছে নিয়মিত। আব্দুল রাজ্জাক আরও মনে করেন যে পাকিস্তান দল বিশ্বের এক নম্বর দল হিসেবে শাসন করবে যেরকম অস্ট্রেলিয়া তাঁদের সোনালী যুগে বিশ্বক্রিকেটে করে এসেছে। তিনি বলেন, ‘বিশ্ব সেরা দল হওয়ার জন্য একটাই গোপন কৌশল হলো সব ফরম্যাটে উন্নতির সাথে ভালো করতে হবে। যেটা করে ২০ বছরের মত অস্ট্রেলিয়া রাজত্ব করেছে। আমি মনে করি এই ফর্মুলা পাকিস্তানও অনুসরণ করে খুব দ্রুত র্যাংকিংয়ের শীর্ষে উঠতে পারে।
পাকিস্তানের লাহোরে জন্ম নেওয়া ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার আব্দুল রাজ্জাক পাকিস্তানের হয়ে ৩২ টি টি-টোয়েন্টি, ৪৬ টি টেস্ট ও ২৬৫ টি ওয়ানডে খেলেন। তার ১৪ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের অনেক উত্থান-পতনের স্বাক্ষী। লাল বলের ক্রিকেটে নিয়মিত না থাকলেও সাদা বলের ক্রিকেটে পাকিস্তান দলের নিয়মিত সদস্য ছিলেন আব্দুল রাজ্জাক।