প্রতিটি প্রজন্মেই এমন কিছুই ক্রিকেটার থাকেন যারা পারফরম্যান্সের একটি মানদণ্ড নির্ধারণ করে দেন বিশ্বজুড়ে অন্যান্য ক্রিকেটারদের জন্য। শুধু নিজ দেশই নয় বিশ্বের সকল ক্রিকেটারেরই লক্ষ্য থাকে সেই খেলোয়াড়ের রেকর্ড ছোঁয়া। টেস্ট ক্রিকেটে স্যার ডন ব্রাডম্যানের লাল বলের ক্রিকেটে প্রায় ১০০ ছুই ছুই গড় এখনো সব ক্রিকেটারের জন্য সর্বকালের সেরা হবার মানদণ্ড।
এই প্রজন্মের সেরা ব্যাটারদের একজন বিরাট কোহলি। অনেকের মতে তিনি সর্বকালের সেরা। বিশ্বের যেকোনো প্রান্তে কোহলির রেকর্ড কেউ ছোঁয়ার সাথে সাথেই সেটা খবরের শিরোনাম হয়। এবার পাকিস্তানের খুররম মঞ্জুর দাবি করলেন লিস্ট ‘এ’ ক্রিকেটে বিরাটের চেয়ে ভালো রেকর্ড হওয়া সত্ত্বেও তাকে বিবেচনা করেননি পাকিস্তানের নির্বাচকরা।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ খুররম। ২০০৮ সালে পাকিস্তানের জার্সি গায়ে জড়ানোর পর বেশি দীর্ঘায়িত হয়নি মঞ্জুরের আন্তর্জাতিক ক্যারিয়ার। পাকিস্তানের হয়ে ২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ডান হাতি টপঅর্ডার ব্যাটার।
১৬ টি টেস্ট, সাতটি ওয়ানডে ও ৩ টি-টিয়োন্টিতে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছেন খুররম। টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে এশিয়া কাপে মাঠে নেমেছিলেন খুররম। সেই ম্যাচে বিরাট কোহলির সরাসরি থ্রোতে রান আউট হন তিনি।
এরপর জাতীয় দল থেকে বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে নিয়মির পারফর্ম করে চলেছেন খুররম। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করলেও নির্বাচকদের সুনজরে আসেননি তিনি। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে খুররম বলেন, তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের রেকর্ড বিরাট কোহলির চেয়েও ভালো। এমন বক্তব্যের পর বেশ আলোচনায় এসেছেন খুররম।
তবে এক ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে খুররম জানান, কোহলির সাথে নিজেকে তুলনা করাটা উদ্দেশ্য ছিলো না তাঁর। ঘড়োয়া ক্রিকেটে নিজের অর্জনকে বোঝানোর জন্যই এমন বক্তব্য দিয়েছিলেন তিনি।
খুররম বলেন, ‘আমি নিজেকে বিরাটের সাথে তুলনা করছি না। আসলে ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বজুড়ে যত ক্রিকেটার খেলেন, সেখানে আমি বিশ্বের এক নম্বর। লিস্ট ‘এ’ ক্রিকেটে আমার কনভারশন রেট বিরাটের চেয়েও ভালো। বিরাট প্রতি ছয় ইনিংসে একটি করে সেঞ্চুরি করেছে। আমি প্রতি ৫.৬৮ ইনিংসে একটি সেঞ্চুরি করেছি। এবং গত ১০ বছর ধরে ৫৩ গড়ে ব্যাট করে যাচ্ছি। এই রেকর্ডে লিস্ট ‘এ’ ক্রিকেটে আমি বিশ্বে পঞ্চম।’
এমনকি আমি গত ৪৮ ইনিংসে ২৪ টি সেঞ্চুরি করেছি। ২০১৫ থেকে এখন পর্যন্ত যারাই পাকিস্তানের হয়ে ইনিংসের সূচনা করেছে তাদের মধ্যে আমিই সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই সাথে আমি ন্যাশনাল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান এবং সেঞ্চুরি করেছি। তারপরেও আমি অবহেলিত। কেউ আমাকে এর পেছনে কোনো যৌক্তিক কারণও বলেনি কখনো।’
লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬৬ ম্যাচ খেলে এখন পর্যন্ত ৭৯৯২ রান করেছেন খুররম। প্রতি ৬.১১ ইনিংসে একটি করে সেঞ্চুরি করে মোট ২৭ টি সেঞ্চুরি করেছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে অন্তত ১০০ ইনিংস খেলা ব্যাটারদের মধ্যে তাঁর ৫৩.৪২ গড় বর্তমানে বিশ্বে ষষ্ঠ সেরা।
অন্যদিকে কোহলি ৫০ ওভারের ক্রিকেটে ২৯৪ ইনিংস খেলে ৫০ সেঞ্চুরিসহ ১৪২১৫ রান করেছেন বিরাট। প্রতিটি সেঞ্চুরি করতে বিরাট গড়ে সময় নিয়েছেন ৫.৮৮ ইনিংস।