Social Media

Light
Dark

হেলমেটে লেগেও এলবিডব্লিউ হতে পারে!

মুমিনুল হক এতটাই খর্বকায় যে ওর হেলমেটে লাগলেও এলবিডব্লিউ হতে পারে - প্রায় এভাবেই কথাটা শোনা গেল স্ট্যাম্প মাইকে। বক্তা ঋষাভ পান্ত। এভাবে কথা কেবল তিনিই বলতে পারেন।

মুমিনুল হক এতটাই খর্বকায় যে ওর হেলমেটে লাগলেও এলবিডব্লিউ হতে পারে – প্রায় এভাবেই কথাটা শোনা গেল স্ট্যাম্প মাইকে। বক্তা ঋষাভ পান্ত। এভাবে কথা কেবল তিনিই বলতে পারেন।

শ্রোতার নাম রোহিত শর্মা। কেবল রোহিত শর্মা নয়, ধারাভাষ্য কক্ষেও ছুঁয়ে গেল ঋষাভ পান্তের এই কথা। হাসির রোল উঠল। যদিও, এই যাত্রায় বেঁচে গেলেন মুমিনুল হক সৌরভ। বোলার রবিচন্দ্রন অশ্বিন আগেই নট আউটের সিগনাল দিয়ে রেখেছিলেন।

রোহিতও হাঁটলেন সেদিকে। তিনি আর রিভিউ নেননি। এমনিতেই, কানপুরের সকালে রিভিউয়ের ভাগ্য ভাল ছিল না ভারতীয় এই অধিনায়কের। সকাল সকাল একটা রিভিউ মিস হয় তাঁর। বল চলে যায়, উইকেটের বেশ বাইরে দিয়ে।

এই দফায় অবশ্য মুমিনুলের আউট হওয়ার সম্ভাবনাও ছিল না। সুইপ করতে গিয়েছিলেন অশ্বিনের বিরুদ্ধে। আদতে থিন একটা টপ এজ হয়। তখন পান্তের সাথে কথা বলতে গেলে রোহিতকে ওই হেলমেট তত্ত্বের কথা শুনতে হয়। মানে, মুমিনুলের উচ্চতা কম বলে বল তাঁর হেলমেটে লাগলেও আউট হওয়া সম্ভব।

যদিও, হেলমেটে লেগে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার নজীর আছে। খোদ শচীন রমেশ টেন্ডুলকার এভাবে আউট হয়েছেন তাঁর খেলোয়াড়ী জীবনে! পান্তের মতে এবার সেই একই পথেই হাঁটতে চলেছিলেন মুমিনুল

Share via
Copy link