২৭ কোটি রুপির অদম্য দৌড়!

একজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জয়ী অধিনায়ক। আরেকজন ভারতের এই সময়ের সেরা ক্রিকেটার। জেদ্দার নিলাম ঘরে লড়াই চলল এই দু’জনকে ঘিরে। আর সেখানে শ্রেয়াস আইয়ারেকে হারিয়ে জিতে গেলেন ঋষাভ পান্ত।

একজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জয়ী অধিনায়ক। আরেকজন ভারতের এই সময়ের সেরা ক্রিকেটার। জেদ্দার নিলাম ঘরে লড়াই চলল এই দু’জনকে ঘিরে। আর সেখানে শ্রেয়াস আইয়ারেকে হারিয়ে জিতে গেলেন ঋষাভ পান্ত।

(আইপিএল) নিলামের শুরুতেই আর্শদীপ সিং ঝড়। ভারতের সময়ের অন্যতম সেরা এই পেসার বিক্রি হন আকাশচুম্বি দরে। দুই কোটি ভিত্তিমূল্যের নিয়ে নিলাম ঘরে কাড়াকাড়ি করে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি। শেষ অবধি সানরাইজার্স হায়দ্রাবাদ ১৭ কোটি রুপি পর্যন্ত দাম তোলে। কিন্তু, শেষ পর্যন্ত আর্শদীপকে রাইট টু ম্যাচ (আরটিএম) ক্ষমতাবলে কিনে নেয় তাঁরই আগের দল পাঞ্জাব কিংস, ১৮ কোটি রুপিতে।

শুরুর এই ঝড়কে আরও আকাশে নিয়ে যান ২ কোটি ভিত্তিমূল্যের শ্রেয়াস আইয়ার। তাঁকে নিয়ে তাঁরই সাবেক দল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লী ক্যাপিটালস মধ্যে লড়াই শুরু হয়। পরে ঢুকে পাঞ্জাব কিংস। ১০ কোটিতে দর ওঠার পর সরে যায় কলকাতা। জমে ওঠে পাঞ্জাব ও দিল্লীর লড়াই। শেষ অবধি তিনি ২৬.৭৫ কোটি রুপিতে যান পাঞ্জাবে। তখন অবধি আইপিএল নিলামে সেটাই সর্বোচ্চ দর ছিল। তবে, এরপর সেই হিসাব পাল্টে দেন ঋষাভ পান্ত।

ঋষাভ পান্তকে নিলামে কাড়াকাড়ি হবে সেটা অনুমিতই ছিল। হলও তাই। সব হিসাব নিকাশ শেষে লখনৌ ২০ কোটি ৭৫ লাখ রুপি দর হাঁকায়। দিল্লী ক্যাপিটালসের সামনে আরটিএম ব্যবহারের সুযোগ আসে। তবে, তখনই এক লাফে ২৭ কোটির দর হাঁকায়। ব্যস, আইপিএল ইতিহাস তো বটেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসেই সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার বনে যান তিনি। তাঁর ঠিকানা হয় লখনৌ।

 

Share via
Copy link