পাকিস্তানের দুর্ভোগ, সাবেকদের পাশে চায় পিসিবি

বিশ্বকাপকে ঘিরে পাকিস্তানের লালিত স্বপ্ন বড়সড় ধাক্কা খেয়েছে; ভারত, অস্ট্রেলিয়ার মত দলের কাছে হারার পর আফগানিস্তানের সাথেও জিততে ব্যর্থ হয়েছে বাবর আজমের দল। তাই তো নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), দলের পারফরম্যান্সে উন্নতির জন্য কি কি করা যায় সেসব নিয়ে ভাবছে তাঁরা।

এরই অংশ হিসেবে সাবেক ক্রিকেটারদের সাথে আলোচনায় অংশ নিতে শুরু করেছেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। ইতোমধ্যে আকিব জাভেদ, মোহাম্মদ ইউসুফ এবং প্রধান নির্বাচক ইনজামাম উল হকের সঙ্গে কথা বলেছেন তিনি। নিকট ভবিষ্যতে আরো কয়েকজনের সাথে দেখার করার ইচ্ছেও আছে তাঁর।

আনুষ্ঠানিকভাবে না হলেও বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে পিসিবির এই তালিকায় আছে উমর গুল, ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, সাকলাইন মুশতাকের মত কিংবদন্তিদের নাম। এদের সাথে কথা বলে মূলত বর্তমান ক্রিকেটারদের মান উন্নয়নের ব্যাপারে মতামত জানতে চাইবে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

বিশেষজ্ঞ ব্যাটসম্যান, স্পিনার এবং ফাস্ট বোলার হিসাবে তরুণ ক্রিকেটারদের তৈরি করতে সহায়তা করার জন্য প্রাক্তন খেলোয়াড়দের আহ্বান জানিয়েছেন জাকা আশরাফ। এছাড়া অদূর ভবিষ্যতে ঘরোয়া অঙ্গনের শীর্ষ প্রতিভাবানদের নিয়ে একটি বিশেষ ক্যাম্প আয়োজন করার পরিকল্পনা করেছেন তিনি; সে ব্যাপারেও পাক কিংবদন্তিদের পরামর্শ চেয়েছেন।

এই ক্যাম্পের প্রাথমিক লক্ষ্য হলো উদীয়মান এই তরুণদের আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করা, যেটা আসলে পিসিবির ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে ব্যবধান দূর করার একটি উদ্যোগ।

পিসিবি প্রধান বলেন, ‘এই কিংবদন্তিরা সর্বোচ্চ পর্যায়ে পাকিস্তানকে সেবা দিয়েছেন এবং তাঁদের অভিজ্ঞতার ভান্ডার বেশ সমৃদ্ধ। আমরা আশা করি যে, আমাদের তরুণ ক্রিকেটারদের খেলার সব দিকে ভালোভাবে বিকশিত করা নিশ্চিত করতে তাঁদের দক্ষতা কাজে লাগাতে পারব।’

তিনি আরো যোগ করেন, ‘একই সাথে, আমরা প্রত্যাশা করি যে আমরা ব্যাটিং বা বোলিং সব বিভাগের জন্য ক্রিকেটার তৈরি করতে পারব যারা ভবিষ্যতে পাকিস্তানকে সেবা দিতে পারবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link