হারিস রউফরা বদলে দিতে পারেন সবকিছু!

১২তম ওভার, শ্রীলঙ্কার স্কোরবোর্ডে তখন বিনা উইকেটে ৮৫ রান। পাকিস্তানের সামনে কোনো পথই আর খোলা নেই, ম্যাচটা হাতছাড়া হয়ে যাওয়া কেবল সময়ের অপেক্ষা। তবে হারিস রউফ আশা হারালেন না, বল হাতে উল্টো শ্রীলঙ্কাকেই দিশেহারা করলেন, এক লহমায় বদলে দিলেন সবকিছু।

১২তম ওভার, শ্রীলঙ্কার স্কোরবোর্ডে তখন বিনা উইকেটে ৮৫ রান। পাকিস্তানের সামনে কোনো পথই আর খোলা নেই, ম্যাচটা হাতছাড়া হয়ে যাওয়া কেবল সময়ের অপেক্ষা। তবে হারিস রউফ আশা হারালেন না, বল হাতে উল্টো শ্রীলঙ্কাকেই দিশেহারা করলেন, এক লহমায় বদলে দিলেন সবকিছু। পাকিস্তানকে ফিরিয়ে আনলেন ম্যাচে।

৩০০ রানের পথটা শ্রীলঙ্কা অনেকটা নির্বিঘ্নেই পাড়ি দিচ্ছিল। নাসিম শাহ, শাহীন আফ্রিদিরা পেছন থেকে ধাক্কা দিয়ে কাজটা আরও সহজ করে দিচ্ছিলেন। পাথুম নিশাঙ্কা আর কামিল মিসারা দুজনেই তখন ছড়ি ঘোরাচ্ছিলেন বোলারদের উপর।

হারিসও তিন ওভার হাত ঘুরিয়ে ১৯ রান দিয়ে কোনো সুবিধা করে উঠতে পারেননি তখনও। তবে ম্যাজিক নিয়ে হাজির হলেন ১২তম ওভারের পঞ্চম বলে, তুলে নিলেন কামিল মিসারাকে। এর আগের বলটাতেই যিনি ছক্কা হাঁকিয়েছিলেন হারিসকে। এর ঠিক পরের বলেই রউফের শিকার হলেন কুশল মেন্ডিস।

পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা। তবে এখানেই রউফের কাজ শেষ হয়নি। পরের ওভারে ফিরে এসেই তুলে নিলেন গলার কাঁটা পাথুম নিশাঙ্কাকে। ব্যস, এক মুহূর্তেই মোমেন্টাম পুরোপুরি পাকিস্তানের হাতে।

এরপর আবারও মাথাচাড়া দিয়ে ওঠে লঙ্কান ব্যাটাররা। সাদিরা সামারাবিক্রমা আর চারিথ আসালাঙ্কা তখন বিপর্যয় সামলে নিয়ে আবারও চালকের আসনে বসিয়েছিলেন শ্রীলঙ্কাকে। তখনই পাকিস্তান আবারও শরণাপন্ন রউফের কাছে। সেবার বাবরের দূরন্ত ক্যাচের মাধ্যমে যবনিকা পতন ঘটে সামারাবিক্রমার ইনিংসের। শেষ পর্যন্ত ১০ ওভার হাত ঘুরিয়ে ৬১ রান দিয়ে রউফের শিকার চার উইকেট। দিনশেষে ওটাই ব্যবধান গড়ে দিয়েছে, পাকিস্তান জয় পেয়েছে ৬ রানের ব্যবধানে।

হারিস রউফ জেনুইন উইকেটটেকার। আর উইকেটটেকাররা রান দেবেন, এটাই স্বাভাবিক বিষয়। তা সত্ত্বেও এই ধরনের বোলারকে কেন একাদশে দরকার? তার উত্তর রউফ চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। যেভাবে শ্রীলঙ্কাকে ধসিয়ে দিলেন, যখন দরকার ব্রেকথ্রু এনে দিলেন—তা আবার বিশ্বাস রাখতে বলল রউফের সক্ষমতার উপর। সেই সঙ্গে আরও একবার প্রমাণ হলো, এই ধরনের বোলাররা মুহূর্তেই বদলে দিতে পারেন সবকিছু।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link