কাকার কল্পনায়…

কল্পনা করতে দোষ কিসের, তাই তো ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকাও কল্পনা করেছেন নিজের মত করে; তৈরি করেছেন ‘কাল্পনিক পারফেক্ট ফুটবলার’।

ফুটবলারদের শক্তিমত্তা অনেক ভাগে বিভক্ত থাকে। কোন পায়ে জোরালো শট নিতে পারেন কিংবা দ্রুত দৌড়াতে পারেন নাকি ড্রিবলিংয়ে বোকা বানায় ডিফেন্ডারদের এসব প্রশ্নের উত্তর অনুযায়ী আলাদা বিভাগ তৈরি করা যায়। সাধারণত কোন ফুটবলারই সব বিভাগে সেরা হতে পারেন না।

কিন্তু কল্পনা করতে দোষ কিসের, তাই তো ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকাও কল্পনা করেছেন নিজের মত করে; তৈরি করেছেন ‘কাল্পনিক পারফেক্ট ফুটবলার’। আর এজন্য তিনি ধার নিয়েছেন ফুটবল আকাশের উজ্জ্বলতম তারকাদের সেরা অস্ত্রগুলো।

শুরুতেই সার্জিনহোর বাম পা পছন্দ করেছেন কাকা। কেননা তাঁর মতে, সার্জিনহো বাঁ-পায়ে দুর্দান্ত ফুটবল খেলেছেন। এরপরই তিনি বেছে নিয়েছেন সাবেক সতীর্থ রোনালদো ফেনোমেননের ডান পা। বাঘা বাঘা গোলকিপারদের পরাস্ত করা এই স্ট্রাইকারের নামটাই এর যৌক্তিকতা প্রমাণ করে।

শারীরিক শক্তি ও গতির জন্য সেলেসাও তারকার পছন্দ একসময়ের দুই ক্লাব সতীর্থ পাওলো মালদিনি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে। স্কিলে অবশ্য নিজ দেশের রোনালদিনহোর নামটাই সবার আগে নিয়েছেন তিনি। আর ফুটবলীয় আই-কিউ বিভাগে তাঁর প্রিয় ক্লারেন্স সিডর্ফ। ভাষার ভিন্নতা থাকা সত্ত্বেও মাঠে তাঁরা দুজনে যেভাবে খেলতেন সেটাই আসলে মুগ্ধ করেছে কাকাকে।

একইভাবে আরেকজন ফুটবলার বানিয়েছেন তিনি। যেখানে বাম ও ডান পা নেয়া হয়েছে যথাক্রমে ব্রাজিলের দুই ফুটবলার মার্সেলো ও নেইমার জুনিয়রের কাছ থেকে। আর দ্রুত গতির জন্য ফরাসি তরুণ কিলিয়ান এমবাপ্পের সাহায্য নিয়েছেন সাবেক এসি মিলান ফুটবলার, এই প্রজন্মের আরেক তরুণ তু্র্কি আর্লিং হল্যান্ডও বাদ যাননি।

কাকার কল্পনায় গড়া ফুটবলারের শারিরীক শক্তি হবে হল্যান্ডের মতই। বল পায়ে কারিকুরির ক্ষেত্রে এবার বহুল প্রত্যাশিত লিওনেল মেসির নাম শোনা গিয়েছে। কখনো একই দলে না খেললেও আর্জেন্টাইন অধিনায়কের গুণমুগ্ধ তিনি। এবং সবশেষ আই-কিউর জন্য এই এটাকিং মিডফিল্ডার জানিয়েছেন কেভিন ডি ব্রুইনার নাম।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...