বড় মঞ্চে বাড়তি চাপ থাকে, আর এই চাপের মাঝেও যারা পারফর্ম করে তারাই বড় তারকা হন। তেমনই কঠিন মঞ্চ আইসিসির নকআউট ম্যাচগুলো। চলুন দেখে নেওয়া যাক এই নকআউট পর্বে সর্বাধিক পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা ক্রিকেটারদের — যারা চাপের ম্যাচকে পরিণত করেছেন নিজেদের সক্ষমতা প্রমাণের মঞ্চ হিসেবে।
- বিরাট কোহলি
তালিকার প্রথম নামটাই বিরাট কোহলি। নকআউট পর্বে দলের সবচেয়ে বড় ভরসা তিনি। ২২ ম্যাচ খেলে করেছেন ১০টি ৫০ পেরোনো ইনিংস! ৫১ গড়ে করেছেন ১০০০’র বেশি রান। তাঁর ব্যাট থেকেই এসেছে নয়টি হাফ-সেঞ্চুরি আর একটি চিরস্মরণীয় শতক, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২৩ বিশ্বকাপ সেমিফাইনালে। সেই ইনিংসেই উঠে গিয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে। সাবলীলভাবে চাপ সামলে নেওয়ার ক্ষমতা তাই তো তাকে বসিয়েছে সেরার আসনে।
- স্টিভ স্মিথ
তালিকার দুই নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটিং জিনিয়াস স্টিভ স্মিথ। মাত্র ১৩টি নকআউট ম্যাচে তাঁর রয়েছে সাতটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস, যা প্রমাণ করে তিনি বড় ম্যাচের তারকা। এই তালিকায় একমাত্র তাঁরই গড় ৫৯-এর ওপরে। রয়েছে দুটি সেঞ্চুরিও—একটি ২০১৫ বিশ্বকাপে, অন্যটি ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। দুটোই ছিল ম্যাচ জেতানো ইনিংস।
- শচীন টেন্ডুলকার
তিন নম্বরে আছেন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। আইসিসির নকআউটে তাঁর ৬টি ৫০ প্লাস ইনিংস আজও জ্বলজ্বল করে আছে। করেছেন ৬৮২ রান, গড় ৪৮.৭১—এর মধ্যে রয়েছে পাঁচটি হাফ-সেঞ্চুরি আর একটি সেঞ্চুরি। ভারতের হয়ে বড় ম্যাচে বহুবার একাই লড়েছেন, ছিলেন নির্ভরযোগ্য সৈনিক।
তবে এই তালিকার বাইরে আরও কিছু বড় নাম রয়েছে। পাঁচটি করে ৫০ পার হওয়া ইনিংস রয়েছে আরও চারজনের—সৌরভ গাঙ্গুলি, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা ও কেন উইলিয়ামসনের। তাঁরা প্রত্যেকেই নিজেদের সময়ে ছিলেন দলের স্তম্ভ, বড় মঞ্চে ভরসার প্রতীক।
চাপ, পরিস্থিতি, প্রতিপক্ষ—সব কিছু মাথায় নিয়েও যারা রান করে যান, তারাই তো সত্যিকারের চ্যাম্পিয়ন। আর এই নামগুলো সে তালিকার শীর্ষ সারিতেই থাকবে, যতদিন ক্রিকেটটা থাকবে।