টি- টোয়েন্টি ক্রিকেট মানেই যেন রান আর রেকর্ডে একে অপরকে ছাড়িয়ে যাওয়া। অনেক অসম্ভব রেকর্ডও অনেকবারই ভেঙেছে। তবে ক্রিস গেইলের এক ইনিংসের সেই ১৮ ছক্কার রেকর্ডেরও যে সমাপ্তি হবে তা বোধহয় অনেকেই ভাবেননি। তবে ১৯ ছক্কা হাঁকিয়ে সে রেকর্ড ছাড়িয়ে গেছেন ফিন অ্যালেন। চলুন দেখা নেওয়া যাক ঘরোয়া টি-টোয়েন্টি লিগে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার তালিকায় কারা রয়েছেন!
- পুনীত বিশ্ট – ১৭ ছক্কা
২০২১ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে চেন্নাইয়ে মিজোরামের বিপক্ষে মেঘালয়ের হয়ে খেলতে নেমে পুনীত বিশ্ট ৫১ বলে অপরাজিত ১৪৬ রানের ইনিংস খেলেন। সেই ম্যাচে তিনি হাঁকিয়েছিলেন ১৭টি ছক্কা ও ৬টি চার। তার স্ট্রাইক রেট ছিল ২৮৬.২৭।
এই ইনিংস শুধু মেঘালয়কে শক্ত অবস্থানে পৌঁছে দেয়নি, বরং ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম বিধ্বংসী ইনিংস হিসেবেও প্রশংসা কুড়ায়।
- ক্রিস গেইল – ১৭ ছক্কা
২০১৩ আইপিএলে চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলতে নেমে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। মাত্র ৬৬ বল খেলে তিনি হাঁকান ১৭টি ছক্কা ও ১৩টি চার।
টি-টোয়েন্টি ইতিহাসে এটি এখনো ব্যক্তিগত সর্বোচ্চ রান এবং তার ২৬৫.১৫ স্ট্রাইক রেট সে রাতের একচ্ছত্র আধিপত্যের প্রতিচ্ছবি।
- সাহিল চৌহান – ১৮ ছক্কা
এস্তোনিয়ার সাহিল চৌহান ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে এপিসকোপিতে অবিশ্বাস্য এক ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তিনি মাত্র ৪১ বলে অপরাজিত ১৪৪ রান করেন, যার মধ্যে ছিল ১৮টি ছক্কা ও ৬টি চার।
তার স্ট্রাইক রেট ছিল ৩৫১.২১—পেশাদার টি-টোয়েন্টি ম্যাচে অন্যতম সর্বোচ্চ। যদিও তিনি কোনো বড় ক্রিকেট খেলুড়ে দেশের প্রতিনিধি নন, তবুও এই ইনিংস বিশ্বজুড়ে আলোড়ন তোলে।
- ক্রিস গেইল – ১৮ ছক্কা
‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল আবারও এই তালিকায় উঠে এসেছেন, এবার ২০১৭ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফাইনালে। সেবার রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তিনি ৬৯ বলে অপরাজিত ১৪৬ রানের ইনিংস খেলেন।
এই ইনিংসে ছিল ১৮টি ছক্কা ও ৫টি চার। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ধ্বংসাত্মক ইনিংস প্রমাণ করেছিল গেইল কেন ছক্কার রাজা!
- ফিন অ্যালেন – ১৯ ছক্কা
তবে সবাইকে ছাপিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছেন ফিন অ্যালেন, মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটনের বিপক্ষে তার বিধ্বংসী ইনিংসের কল্যাণে। জুনের ১২ তারিখে ওকল্যান্ডে তিনি সান ফ্রান্সিসকো ইউনিকর্সের হয়ে মাত্র ৫১ বলে করেন ১৫১ রান।
এই ইনিংসে ছিল রেকর্ড গড়া ১৯টি ছক্কা এবং ৫টি চার। আর স্ট্রাইক রেট ছিল ২৯৬.০৭। এদিন প্রতিপক্ষের বোলিং আক্রমণ পুরোপুরি ধ্বংস করে দেন, গড়েন ঘরোয়া টি-টোয়েন্টি ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ড।
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের সবচেয়ে বড় অস্ত্রের নাম ‘ছক্কা’। এই তালিকা সে কথারই প্রমাণ দিচ্ছে।