ত্রিশগজের মধ্যেই কোনরকম ঠেলে দিয়ে একটা রিস্কি সিঙ্গেল। এতেই চলতি ডিপিএলে দ্বিতীয়বারের মত ব্যাটটা আকাশপানে তুলতে পারলেন নাঈম শেখ। ৬৩ বলে ১০ চার আর ৫ ছক্কায় শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে হাঁকালেন এক বিধ্বংসী সেঞ্চুরি। টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করা নাঈম দলকে জিতিয়ে দিলেন ২০ ওভারেই।
যদিও সাভারের বিকেএসপিতে আগের দিনের বৃষ্টির বাগড়ায় পিচ ছিল বেশ স্লো। নাঈম নিজেও শুরুর দিকে নড়বড়ে ছিলেন অনেকটাই। প্রথম ২৬ বলে করেছিলেন মোটে ২৫ রান। তবে এরপরে উইকেটে থিতু গেড়েই যেন বুনো তান্ডবে মেতে উঠলেন প্রতিপক্ষ বোলারদের উপর।
৩৬ বলেই তুলে নেন লিস্ট এ ক্রিকেটের ৩৩ তম ফিফটি। এরপর আরও চড়াও হন শাহিন আলম, শরিফুল ইসলাম, রাহিম আহমেদদের উপর। সাব্বির রহমানকে সাথে নিয়ে গড়েন শত রানের জুটি। ছক্কা চারের বন্যায় ১০ তম লিস্ট এ সেঞ্চুরি তুলেই ক্ষান্ত হননি তিনি। উইনিং বাউন্ডারিটা মেরে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। সাত ম্যাচে চার জয় নিয়ে তার দল প্রাইম ব্যাংকও আছে শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থানেই।
চলতি ডিপিএলে এখন অবধি সাত ম্যাচে ৭৬.৫০ গড়ে রান ৪৫৯। স্ট্রাইকরেটটাও মানানসই, ১২০.৭৯। কিছুদিন আগেই জানিয়েছেন এই ডিপিএলে তার লক্ষ্য ১০০ বাউন্ডারি আর ৫০ ছক্কা মারা। সেই দৌড়ে বেশ এগিয়েই আছেন, ইতোমধ্যেই ৪৫ চার আর ২২ ছক্কা তিনি হাঁকিয়ে ফেলেছেন। এনসিএল, বিপিএল এবারে ডিপিএল অদম্য নাঈম ছুটে চলেন আর কতদূর!