দলের সেরা তারকা সাকিব আল হাসান নেই। এরপর সম্প্রতি বাংলাদেশের পারফরম্যান্সও আশা জাগানিয়া নয়। তাই আলোচনা চলছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে কেমন করবে বাংলাদেশ। তবে টেস্ট অধিনায়ক মুমিনুল হক শ্রীলঙ্কার বিপক্ষে ভাল খেলার ব্যাপারে আশাবাদী।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি টেস্ট চ্যাম্পিয়ানশিপের অন্তর্ভুক্ত। ইতোমধ্যে টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালের দুই দল নির্ধারণ হয়ে গেছে। কিন্তু এখনো বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়ানশিপে কোন পয়েন্ট অর্জন করতে পারেনি। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বাংলাদেশের এটিই শেষ সিরিজ।
নিজেদের এরকম অবস্থায় মুমিনুল হক জানিয়েছেন তাঁরা শুধু শ্রীলঙ্কায় অংশ গ্রহণ করতে যাননি। আগের সিরিজেই শ্রীলঙ্কার মাটিতে নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়েছিলো বাংলাদেশ। তাই এই সিরিজেও জয়ের ব্যাপারে ইতিবাচক বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
তিনি বলেন, ‘আশার তো কোনো শেষ নাই, আশা তো সব সময়ই থাকতে হবে। আমরা তো এখানে অংশগ্রহণ করতে আসিনি, আপনি যদি এটার জন্য আসেন আমার কাছে মনে হয় তাহলে না খেলাই ভালো।’
ঘরের মাঠে খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াটওয়াশ হওয়ার পর নিউজিল্যান্ড সফরে গিয়েও ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে হোয়াটওয়াশ হয়ে এখন বিপর্যস্ত বাংলাদেশ দল। মমিনুল হক মনে করেন অবস্থা যতই খারাপ হোক না কেনো জয়ের চেষ্টাই করবেন তাঁরা।
মুমিনুল হক বলেন, ‘আপনি যেখানেই যান যতই খারাপ পরিস্থিতির মধ্যে পরেন বা যতই খারাপ খেলেন না কেন, পরবর্তীতে চেষ্টা করবেন আর জেতার জন্য ওই আশাটা থাকতে হবে। ওই ইচ্ছাটা থাকতে হবে। আর ওইটাকে নিয়েই আমরা মাঠে নামব। আমরা বল করবো ওরা ব্যাট করবে, আবার ওরা বল করবে আমরা ব্যাট করবো, আমি শুধু এইটা নিয়েই কনসার্ন।’
আগামীকাল শুরু হবে বাংলাদেশ শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু এখনো দল ঘোষণা করে শ্রীলঙ্কা। কিন্তু মুমিনুল হক জানিয়েছেন শ্রীলঙ্কার হয়ে কারা খেলবেন ইতোমধ্যে সেটা জেনে গেছেন তাঁরা।
মুমিনুল বলেন, ‘আপনারা হয়তো আনুষ্ঠানিকভাবে জানেন না, আমরা কাদের বিপক্ষে খেলব বা ওদের স্কোয়াডে কারা আছে। তবে আমরা যারা এখানে আছি, তারা জানি কাদের বিপক্ষে খেলব। ওদের সবার কথাই আমাদের জানা আছে।’
মুমিনুল মনে করেন, সাম্প্রতিক পারফরম্যান্স যাই হোক তিনি বা তাঁর দল কোনো চাপে নেই। তিনি বলেন, ‘আমি তো কোনো চাপে নেই। আমার দলও কোনো চাপে নেই। আমরা এখানে এসেছি ম্যাচ জয়ের জন্য। পুরোপুরি চেষ্টা করব ম্যাচ জেতার, এটাই। অবশ্যই শ্রীলঙ্কা ভালো অবস্থানে আছে। আমরা শেষ দুইটা টেস্ট ভালো খেলতে পারিনি। কিন্তু আগেও বলেছি- ক্রিকেটে অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই। যদি প্রসেস ঠিক থাকে, পাঁচ দিন ভালো খেলি ইনশাআল্লাহ জয় পাব।’