এক ওভারে ছয় ছক্কা! এই একটা ওভারেই ভারতের ক্রিকেট পাড়ার হেডলাইন কেড়েছিলেন প্রিয়ানশ আরিয়া। দিল্লী প্রিমিয়ার লিগে মাত্র ৫০ বলে ১২০ রানের ইনিংস রাতারাতি আলোচনায় চলে এসেছিলেন তরুণ এই ওপেনার। টি-টোয়েন্টি ফরম্যাটের সেই আসরেই করেছিলেন দু’টি সেঞ্চুরি। আলোচনায় ছিলেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও। এর আগে তো তাঁকে চেনার কোনো উপায় ছিল না।
আইপিএলের নিলামেও তাই তাঁকে ঘিরে আগ্রহ ছিল বিশাল। নিজের ভিত্তিমূল্যের চাইতেও প্রায় ১৩ গুণ বেশি অর্থ বাগিয়ে নিয়েছেন প্রিয়ানশ। তাকে নিয়ে মোট চারটি ফ্রাঞ্চাইজি লড়াই চালিয়েছে। দিল্লী ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। সবাইকে পেছনে ফেলে তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব। ৩ কোটি ৮০ লাখ রুপিতে প্রিয়াংশকে নিজেদের করে নিয়েছিল প্রীতি জিনতার দল।
পাঞ্জাব কিংস তাকে তুলে নিল বুকভরা প্রত্যাশা নিয়ে। আজকের ক্রিকেটে একটা ইনিংসই বদলে দিতে পারে ভাগ্য। আরিয়াও যেন ঠিক সেটাই করে দেখিয়েছেন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে — ব্যাটে আগুন লাগিয়ে, নামটা গেঁথে দিয়েছেন সবার চোখে চোখে।
৩৮ বলে করেন সেঞ্চুরি। সিএসকের বিপক্ষে আইপিএলের ইতিহাসে এটাই দ্রুততম সেঞ্চুরি। মাথিশা পাথিরানাকে পরপর চার বলে তিনটা ছক্কা আর একটা চার হাঁকিয়ে এক লাফে ৮০ থেকে ১০২ রানে পৌঁছে যান তিনি। ৪২ বল খেলে ১০৩ রান করে শেষ করেন ইনিংস। ইনিংসে ছিল নয়টি ছক্কা ও সাতটি চার।
কে বলবে, এই ছেলেটার বয়স মাত্র ২৩ কি ২৪! ২০০১ সালে জন্ম নেওয়া প্রিয়াংশ, ২০২১ সালে ঘরোয়া টি-টোয়েন্টিতে পদার্পণ করেন। লিস্ট ‘এ’ ক্রিকেট খেলা শুরু করেন ২০২৩ সালে। কে জানত, এর বছর দুয়েকের মধ্যেই আইপিএলে এমন একটা বিস্ময় সৃষ্টি করবেন এই তরুণ!