বাংলাদেশের বিপক্ষে কেমন হবে ভারতীয় দল?

আর বাংলাদেশ সদ্যই পাকিস্তানের মত পরাশক্তিকে হারিয়ে বেশ উজ্জীবিত। তাইতো তাদের বিপক্ষে সতর্ক থাকতে চাইবে ভারত। 

পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ঠিক ১৫ দিন বাদে তাদের আতিথেয়তা দেবে ভারত। ভারত শেষ টেস্ট ম্যাচ খেলেছে ২০২৪ সালের মার্চে। আর বাংলাদেশ সদ্যই পাকিস্তানের মত পরাশক্তিকে হারিয়ে বেশ উজ্জীবিত। তাইতো তাদের বিপক্ষে সতর্ক থাকতে চাইবে ভারত।

তাছাড়া বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই শুরু হবে গৌতম গম্ভীরের লাল বলের নতুন অধ্যায়। তিনিও খানিক দেখেশুনে পা ফেলতে চাইবেন। স্কোয়াড নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবার দিকে খুব বেশি মনোযোগ দেবে না ভারতের টিম ম্যানেজমেন্ট। তাইতো দুলীপ ট্রফির প্রথম রাউন্ডের পারফর্মারদের হয়ত বিবেচনায় নেওয়া হবে না।

কিন্তু ঋষাভ পান্ত হয়ত ফিরবেন ভারতের টেস্ট দলে। দীর্ঘদিন ধরে তিনি ছিলেন মাঠের বাইরে। আগামী ১৯ তারিখ যদি একাদশে জায়গা পান তবে ৬৩৭ দিন পর সাদা পোশাকে দেখা যাবে ঋষাভ পান্তকে। তার ফেরা প্রায় নিশ্চিত। ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচেছেন। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন।

জাতীয় দলেও জায়গা হয়েছে তার। তাছাড়া স্কোয়াডে তিনজন অলরাউন্ডার থাকার সম্ভাবনা নিশ্চিত। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলকে বাংলাদেশের বিপক্ষে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে, চলতি বছরের জানুয়ারিতে শেষ টেস্ট ম্যাচ খেলা বিরাটও ফিরছেন।

তাছাড়া সরফরাজ খানকে দেখা যেতে পারে বাংলাদেশের বিপক্ষে। ঋষাভ পান্ত দলে ফিরলেও একজন অতিরিক্ত উইকেটরক্ষকের দরকার পড়বে ভারতের। দীর্ঘ সময় ঋষাভ উইকেটকিপিং করতে পারবেন কি-না সেটা নিশ্চিত নয়। তাইতো তরুণ ধ্রুব জুরেলকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতে পারে। তরুণ দুই ওপেনার শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালরাও থাকছেন।

অন্যদিকে, পেসারদের মধ্যে মোহাম্মদ সিরাজ ও মুকেশ কুমারের অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত। তৃতীয় পেসার হিসেবে আর্শদ্বীপ সিং ও আকাশ দ্বীপের মাঝে টিম ম্যানেজমেন্ট একটু দ্বিধাগ্রস্ত বলেই জানা গেছে শেষ খবর পাওয়া অবধি। কুলদ্বীপ যাদবকে ছাড়া আবার স্পিন আক্রমণ কল্পনা করাও অন্যায়ের সামিল।

তবে বাংলাদেশ খুব বেশি পরিবর্তন হয়ত দলে আনতে চাইবে না। হুট করে বাকি থাকা দিনগুলোর মধ্যে কেউ একজন ইনজুরি আক্রান্ত না হলে প্রায় একই রকম দল নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। ভারতকেও চমকে দেওয়ার ছক কষতে হয়ত শুরু করেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তার ফলাফল মাঠের ক্রিকেটেই দেখা যাবে কিছুদিন পর।

বাংলাদেশের স্কোয়াড (সম্ভাব্য): সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।

ভারততের স্কোয়াড (সম্ভাব্য): রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সরফরাজ খান, দেবদূত পাদ্দিকাল, ঋষাভ পান্ত, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, আর্শদ্বীপ সিং।

Share via
Copy link