অন্তিম লগ্নে প্রত্যাবর্তন, এরপর টাইব্রেকার রোমাঞ্চ। নখ কামড়ানো লুই এনরিককে আবারও উচ্ছ্বাসের জোয়ারে ভাসানো। প্যারিস সেইন্ট জার্মেই জিতে নিল আরও একটি শিরোপা। আর অন্যদিকে শিরোপার আক্ষেপে আরও একবার পুড়ে ছাড়খার টটেনহ্যাম হটস্পার্স।
উয়েফা সুপার কাপ, গেল মৌসুমের চ্যাম্পিয়ন লিগ জয়ী পিএসজির মুখোমুখি উয়েফা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন টটেনহ্যাম হটস্পার্স। কার্যত এই ম্যাচেও ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল তারকায় ঠাসা প্যারিসের ক্লাবটি। লুই এনরিকের দীর্ঘ সময় নিয়ে গড়ে তোলা পিএসজির দাপটও ছিল স্পষ্ট। বল যেন পায়ে পাচ্ছিলেন না নর্থ লন্ডনের প্রতিনিধিরা।
টটেনহ্যামের নতুন মাস্টারমাইন্ড থমাস ফ্র্যাঙ্ক জানতেন পিএসজির সাথে বল দখলের লড়াইয়ে পারা যাবে না। তাইতো তিনি সেট পিসের পূর্ণ ব্যবহার করতে চাইলেন। আর নতুন গুরুর পরিকল্পনা বাস্তবায়নে বলীয়ান টটেনহ্যামের দুই সেন্টারব্যাক। প্রথমে গোল করেন মিকি ভ্যান ডে ভেন। ৩৯ মিনিটে ১-০ গোলে এগিয়ে টটেনহ্যাম। বিরতির পর ক্রিস্টান রোমেরোর আঘাত।
৪৮ মিনিটে প্যারিস সেইন্ট জার্মেই পিছিয়ে ২-০ গোলে। ভাবনার দুনিয়ায় পিএসজির পরাজয় এঁকে ফেলেছিলেন অনেকেই। কিন্তু লুই এনরিকে কষছিলেন অন্য ছক। ফুটবলের শেষ বাশি বাজার ঠিক আগের মুহূর্তেও পালটে যেতে পারে পাশার দান। হলোও ঠিক তাই। এনরিকের দুই বদলি খেলোয়াড় পিএসজিকে ফেরালেন সমতায়।
লি ক্যাঙ্গ-ইনের পর গোঞ্জালো রামোসের গোল। ৮৫ মিনিটে ববধ্যান কমিয়ে, ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে সমতায় ফেরে প্যারিস সেইন্ট জার্মেই। রোমাঞ্চের চরম শেখর! যেহেতু সুপার কাপের আইনে অতিরিক্ত সময়ের বালাই নেই, তাই চ্যাম্পিয়ন নির্ধারণের ফয়সালা করতে সরাসরি টাইব্রেকারে হাজির দুই দল।
ডমিনিক সোলাঙ্কির প্রথম গোল করার পর পিএসজির প্রাণভোমরা ভিতিনহা স্কোর করতে ব্যর্থ হন। তখন নিশ্চয়ই প্রতিটা পিএসজি ফুটবলার ধমনী বিস্ফোরিত হওয়ার উপক্রম। কিন্তু তবুও বাকিরা শান্ত থাকলেন। ঠান্ডা মাথায় পরবর্তী চারবারই বল জালে জড়ালেন। মাঝে ত্রাণকর্তার হাত বাড়িয়ে দিলেন সদ্য অভিষিক্ত লুকাস শেভালিয়ার। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ফরাসির ক্লাবটি।
এই নিয়ে এবারের মৌসুমে পাঁচখানা ভিন্ন শিরোপা জিতে নিল পিএসজি। মাঝে লন্ডনেরই আরেক ক্লাবের কাছে হাতছাড়া হয়েছে বিশ্বসেরার শিরোপা। প্রায় অজেয় দলটাকেও ধুলোয় মিশিয়ে দিয়েছিল চেলসি। তবে পেছনের গল্প পেছনে ফেলে লুই এনরিকে যে নব উদ্যমে শুরু করছেন নতুন এক মৌসুমের যাত্রা। এবার অন্তত একটি শিরোপাও হাতছাড়া করতে চাইবেন না লুই এনরিকে। পিএসজি বনে যাবে কি সর্বজয়ী দল?