বল টেম্পারিংয়ের অভিযোগ অশ্বিনের বিরুদ্ধে

তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিএনপিএল) বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং তাঁর দলের বিরুদ্ধে। গত ১৪ জুন মুখোমুখি হয়েছিল অশ্বিনের দিন্দিগুল ড্রাগনস বনাম মাদুরাই প্যান্থার্স। ম্যাচের পরদিনই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় মাদুরাই ফ্র্যাঞ্চাইজি।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিএনপিএল) বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং তাঁর দলের বিরুদ্ধে। গত ১৪ জুন মুখোমুখি হয়েছিল অশ্বিনের দিন্দিগুল ড্রাগনস বনাম মাদুরাই প্যান্থার্স। ম্যাচের পরদিনই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় মাদুরাই ফ্র্যাঞ্চাইজি।

ঘটনার সূচনা মাদুরাই প্যান্থার্সের সরাসরি এক চিঠির মাধ্যমে। টিএনপিএল কর্তৃপক্ষের কাছে তারা অভিযোগ করেছে, ম্যাচ চলাকালীন বলের অবস্থায় ‘অস্বাভাবিক পরিবর্তন’ লক্ষ্য করা গেছে, যার পেছনে দিন্দিগুল ড্রাগনসের একাধিক খেলোয়াড়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে তাদের ধারণা। আর সেই দলে নেতৃত্বে ছিলেন অশ্বিন।

গুরুতর এই অভিযোগে তাই তদন্তেও গড়িমসি করতে চায় না টুর্নামেন্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ফ্র্যাঞ্চাইজিকে বলা হয়েছে, নির্দিষ্ট করে প্রমাণাদি জমা দিতে—ভিডিও ফুটেজ, ম্যাচ অফিসিয়ালদের মতামত বা খেলোয়াড়দের বিবৃতি—যা এই অভিযোগের স্বপক্ষে দাঁড়াতে পারে।

এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি অশ্বিন কিংবা তাঁর ফ্র্যাঞ্চাইজি দিন্দিগুল ড্রাগনস।

বল টেম্পারিং ক্রিকেটে নতুন নয়। স্মিথ-ওয়ার্নারদের কেপটাউন কাণ্ড থেকে শুরু করে আরও বহু ঘটনা আছে যেখানে বলের অবস্থা বদলে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে। তবে ঘরোয়া একটা লিগে অশ্বিনের মতো একজন খেলোয়াড়ের এমন কাণ্ড অবাক করেছে সবাইকে।

এখন প্রশ্ন একটাই—বল টেম্পারিংয়ের অভিযোগ সত্য প্রমাণ হলে পরবর্তী পরিণতি কী হবে? কী সিদ্ধান্ত নেবে লিগ কর্তৃপক্ষ—নিষেধাজ্ঞা, জরিমানা নাকি বহিষ্কারের সিদ্ধান্ত আসবে?

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link