রাচিনের কই মাছের প্রাণ কাড়লেন কুলদ্বীপ

অবশ্য, রাচিনের ইনিংসকে বড় হতে দেননি রোহিত শর্মা। ফিঙ্গার স্পিনার অক্ষর প্যাটেলের জায়গায় আনলেন কুলদ্বীপ যাদবকে। পুরো আসর ভাল না গেলেও প্রথম বলেই ম্যাজিক দেখালেন কুলদ্বীপ। উপড়ে গেল রাচিনের স্ট্যাম্প!

ভারতের বুকের ওপর চেপে বসেছিলেন রাচিন রবীন্দ্র। ভাগ্যও তাঁর খুব সহায়, যেন কই মাছের প্রাণ। দুবাইয়ের মাঠে নেমেছেনই কেবল বলগুলোকে পেটাতে। আর তাতে সাহায্য করলেন ভারতের ফিল্ডাররা। দু’টো ক্যাচ মিস হল তাঁর। তাঁর জন্যই প্রথমবারের মত আসরে পরিকল্পনায় পরিবর্তন আনল ভারত, ব্যস – কুলদ্বীপ যাদব এসেই বোল্ড করে দিলেন রাচিনকে। ফিরে গেলেন সাজঘরে। অধিনায়ক রোহিত শর্মার মাস্টার স্ট্রোক!

মোহাম্মদ শামি ও শ্রেয়াস আইয়ার – দু’জনই একটা করে ক্যাচ মিস করেন রাচিনের। এর মধ্যে একটা রিভিউ নিয়েও জিতে গেলেন। বরুণ চক্রবর্তী আর লোকেশ রাহুল মিলে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন, আম্পায়ার আউট দিয়েছিলেন। কিন্তু, রিভিউ নিয়ে বেঁচে গেলেন রাচিন।

অবশ্য সেই এক ওভারেই অসংখ্য নাটক হল। ভাগ্যের চাকা ঘুরিয়ে নেওয়ার সব চেষ্টাই সেখানে করেছেন বরুণ চক্রবর্তী। উইল ইয়ং ফ্লিক করতে গিয়েছিলেন। এক মুহূর্তের ভুল, আর বল এসে আছড়ে পড়ল প্যাডে—তাতে হকচকিয়ে উঠলেন না আম্পায়ার পল রাইফেল, বরং আঙুল তুলতে একটুও দেরি করলেন না।

অবশ্য, ভারতের আত্মবিশ্বাস কেড়ে নিতে ব্যস্ত ছিরেন রাচিন। ওই শট খেলার চেষ্টা করলেন, মিড উইকেটের দিকে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু শ্রেয়াসের হাত থেকে ফসকে গেল ক্যাচটা! ২১ মিটার দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু বলটা তালুবন্দি করতে পারলেন না। এর আগে নিজের বোলিংয়ে ফলোথ্রু-তে ক্যাচ ধরতে ব্যর্থ হন শামি।

অবশ্য, রাচিনের ইনিংসকে বড় হতে দেননি রোহিত শর্মা। ফিঙ্গার স্পিনার অক্ষর প্যাটেলের জায়গায় আনলেন কুলদ্বীপ যাদবকে। পুরো আসর ভাল না গেলেও প্রথম বলেই ম্যাজিক দেখালেন কুলদ্বীপ। উপড়ে গেল রাচিনের স্ট্যাম্প!

Share via
Copy link