আউট হবার ৫ মিনিট পরে আবারও ব্যাটিংয়ে রাহানে!

এই নিয়মের মারপ্যাচেই আবারও ব্যাট করার সুযোগ পান রাহানে। যদিও এতে খুব একটা লাভ হয়নি মুম্বাইয়ের। এক ওভার পরেই আবারও বোলিংয়ে এসে রাহানাকে সাজঘরে পাঠান নাজির।

আউট হয়ে সাজঘরে ফিরে যাবার পাঁচ মিনিট পর ডেকে পাঠালেন মাঠের আম্পায়াররা। জানালেন, আউট হওয়া বলটি ছিল আসলে নো বল। ততক্ষণে পরবর্তীতে ব্যাটার ক্রিজে নেমে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছেন এমন পাগলাটে চিত্রনাট্য। অবিশ্বাস্য এই কান্ড ঘটে গেছে চলমান রঞ্জি ট্রফিতে।

জম্মু-কাশ্মীরের বিপক্ষে বেশ বিপাকেই পড়েছে মুম্বাই। প্রথম ইনিংসে মাত্র ১২০ রানে অলআউট হয়ে যাওয়া মুম্বাই, দ্বিতীয় ইনিংসেও পড়েছে ব্যাটিং বিপর্যয়ে । দ্বিতীয় ইনিংসের ২৫ তম ওভারে উমার নাজিরের শর্ট বলে পুল খেলতে গিয়ে উইকেটের পিছে ক্যাচ তুলে দেন রাহানে। তিনি যখন আউট হয়ে সাজঘরে ফিরে যান দলের সংগ্রহ তখন ছয় উইকেট হারিয়ে মোটে ৯০ রান। মুম্বাই তখন মাত্র তিন রানের লিডে।

সাত নম্বরে ব্যাট করতে ক্রিজে এসেও গেছেন শার্দুল ঠাকুরও। তবে নাটকীয়তার শুরু এখানেই। আম্পায়াররা তখনও নো বল চেক করার কার্যক্রম শেষ করতে পারেননি। থার্ড আম্পায়ার রিপ্লেতে পরিষ্কার দেখলেন ডেলিভারির সময় নাজিরের পা চলে গিয়েছিল দাগের বাইরে।

সুতরাং, নো বল হওয়ায় অন ফিল্ড আম্পায়ারদের রাহানে কে ফেরত আনার নির্দেশ দিলেন তিনি। মাঠ আম্পায়াররাও শার্দুলকে ফেরত পাঠিয়ে, পুনরায় ক্রিজে ডেকে আনলেন রাহানেকে। রাহানে ক্রিজে আসার পর আম্পায়াররা তাকে বলেন যে, বল চেকিং চলাকালে রাহানেকে ক্রিজেই থাকতে বলেছিলেন তারা। মুম্বাইয়ের অধিনায়ক নাকি সে কথা শুনতেই পাননি।

এ ব্যাপারে ক্রিকেটের আইনে বলে, ‘যদি কোনো ব্যাটার, আউট না হয়েও ভুলবশত আউট হয়েছে মনে করে ক্রিজ ছেড়ে চলে যান, তাহলে আম্পায়ার সন্তুষ্ট হলে মধ্যস্থতা করবেন। মধ্যস্ততা করার সময় আম্পায়ার বলটি ডেড বল হিসেবে ঘোষণা দিবেন এবং ফিল্ডিং দলের পক্ষ থেকে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটি খেয়াল রেখে ব্যাটারকে পুনরায় ডেকে আনবেন। একটা ব্যাটারকে যেকোনো সময়ই ক্রিজে ফেরত আনা সম্ভব, যতক্ষন না পরবর্তী ডেলিভারিটা হচ্ছে। তবে লাস্ট উইকেট হলে এই নিয়মের ভিন্নতা আছে। তখন আম্পায়ার নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিতে পারবেন।’

এই নিয়মের মারপ্যাচেই আবারও ব্যাট করার সুযোগ পান রাহানে। যদিও এতে খুব একটা লাভ হয়নি মুম্বাইয়ের। এক ওভার পরেই আবারও বোলিংয়ে এসে রাহানাকে সাজঘরে পাঠান নাজির। ফুল লেন্থের বলটা ড্রাইভ করতে চেয়েছিলেন রাহানে। মিড অফে দাঁড়িয়ে থাকা জম্মু-কাশ্মীরের অধিনায়ক পারাস ডোগরা, এক হাতে দুর্ধর্ষ ক্যাচে সাজঘরে ফেরান মুম্বাইয়ের অধিনায়ককে।

যদিও ভারতের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের মান নিয়ে বেশ বির্তকই চলছে বর্তমানে। রাহানের ওভার চারেক আগে ফিরেছেন শ্রেয়াস আইয়ারও। এইডজড হয়ে  ধরা পরেছিলেন উইকেট কিপারের দস্তানায়। যদিও এইডজ হয়েছে কিনা এই নিয়ে নাকি সন্দীহান পুরো মুম্বাই শিবির।

Share via
Copy link