প্রায় এক বছর বাদে দলে ফিরে দুর্দান্ত এক প্রত্যাবর্তন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললেন ৮৯ ও ৪৬ রানের দুটি ইনিংস। রঞ্জি ট্রফি, আইপিএল, এরপর জাতীয় দল — ফর্মের সুতোটা টেনে আনছিলেন দারুণ ভাবেই। কিন্তু ক্যারিবিয়ান সফরে গিয়েই আবারো খেই হারিয়ে ফেললেন তিনি। প্রত্যাবর্তনের এক সিরিজের পরই ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানের পৃথিবীটা এই মুহূর্তে ঘুরে গিয়েছে বৈপরীত্যে।
শ্রেয়াস আইয়ারের ইনজুরিতে কপাল খুলেছিল রাহানের। কিন্তু পুনবার্সন প্রক্রিয়া শ্রেয়াস আইয়ার দলে ফিরছেন দ্রুতই। তাই রাহানের জন্য জাতীয় দলে জায়গা টিকিয়ে রাখা ক্রমশই জটিল থেকে জটিলতর হচ্ছে। যদিও ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর মনে করেন, রাহানে ব্যাট হাতে ধারাবাহিক হলে, দলে শুধু তাঁর জায়গাই দৃঢ় হবে না, তিনি হতে পারেন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়কও।
এ নিয়ে ভারতের সাবেক এ ব্যাটার জানিয়েছেন, ‘রাহানেকে আরেকটু ধারাবাহিক হতে হবে। সে এরই মধ্যে ৮০-৯০ টা টেস্ট খেলে ফেলেছে। কিন্তু ওর মাঝে এতদিন পরেও ধারাবাহিকতা দেখা যাচ্ছে না। সে যদি নিজের ফর্মটা ধরে রাখতে পারে, তাহলে রোহিতের পর সে-ই হবে ভারতের অধিনায়ক। তবে তার জন্য তাঁকে রান করতে হবে।’
রাহানে এর আগেই ক্যাপ্টেন্সি পেতে পারতেন বলে মন্তব্য করে ওয়াসিম জাফর আরো বলেন, ‘গ্যাবায় ঐতিহাসিক টেস্ট জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত সিরিজ জিতেছিল রাহানের অধীনেই। ঐ সিরিজে মেলবোর্নে তাঁর একটা শতকও ছিল। যেভাবে রাহানে খেলছিল, তাতে বিরাটের পর সে-ই অধিনায়ক হত। কিন্তু এরপরেই সে অফফর্মে পড়ে দল থেকেই বাদ পড়ে গেল।’
তিনি আরো যোগ করে বলেন, ‘যদিও এরপরে সে নিজেকে ফিরে পেয়েছে। রঞ্জি, আইপিএলে সেটা আমরা দেখেছি। ওর মধ্যে অধিনায়ক সত্ত্বা আছে। বিসিসিআইও মনে হয় সেটাই মনে করে। ওর বয়স কোনো ইস্যু না। তবে তাঁর প্রধান কাজ রান করা। আর সেটা করেই আগে দলে টিকে থাকতে হবে।’
ক্যারিবিয়ান সফরের দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পুজারা। তাঁর জায়গায় দলে এসেই প্রথম দুই ইনিংসে সেঞ্চুরি আর হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন জশস্বী জয়সওয়াল। ভারতের টেস্ট দলে তরুণদের এমন অন্তর্ভূক্তিতে পুজারার আবারো দলে ফেরার সুযোগ কম দেখছেন ওয়াসিম জাফর।
তিনি বলেন, ‘আমি আসলে পুজারাকে নিয়ে সম্ভাবনা কমই দেখছি। ওর জন্য দলে ফেরা এখন বেশ কঠিন। আপনাকে ভবিষ্যৎ নিয়ে এগোতে হবে। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্র নিয়ে ভাবতে হবে আমাদের। যেখানে জয়সওয়াল দারুণ শুরু করেছে। শ্রেয়ার আইয়ার, ঋষাভ পান্তরাও সামনে ফিরবে। শুভমান গিল এখন তিন ফরম্যাটেই দাপটের সাথে খেলছে। তাই এই সময়ে এসে পুজারার জন্য কামব্যাক করাটা অতটাও সহজ হবে না।’