কত যে আকুল অপেক্ষা!
প্রায় এক বছর পর বাংলাদেশ ফিরবে আর্ন্তজাতিক ক্রিকেটে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফিরবে ক্রিকেট। সাকিব আল হাসান ফিরবেন আর্ন্তজাতিক ক্রিকেটে। তামিম ইকবাল শুরু করবেন নতুন যুগ। বুকে হাত চেপে অপেক্ষা।
কিন্তু হায়!
সেই অপেক্ষার পর উৎসব শুরু হতে না হতেই জল ঢেলে দিলো প্রকৃতি। ক্রিকেট এলো, তাই অনেকদিন পরে যেনো বৃষ্টি এলো!
অনেকদিন হয়ে গেলো ক্রিকেট আমাদের সবচেয়ে বড় উৎসব হয়ে দাড়িয়েছে।
একটা সময় ফুটবলের জাদুর বাশিতে জেগে উঠতো এই নগরী, এই দেশ। সেই দিন বদলে গেছে গত শতকের শেষ দিকে এসে। মানুষ এরপর থেকে ক্রিকেটে খায়, ক্রিকেটে ঘুমায়। ক্রিকেট এখন এখানকার দর্শকের জন্য এক নিয়মিত মেলার আয়োজন।
আর্ন্তজাতিক ক্রিকেটেরও কমতি নেই। একটার পর একটা দল ধারাবাহিকভাবে সফরে আসতেই থাকে আমাদের এখানে। আমরাও মেতে উঠি উৎসবে।
রাত জুড়ে আমরা টিকিটের লাইনে দাড়িয়ে থাকি। ভোরবেলায় কিছু পুলিশের পিটুনিও খাই। তারপর দু একটা টিকিট নিয়ে প্রানান্ত করে খেলা দেখতে যাই। খুব যে সুযোগ সুবিধা মাঠে পাওয়া যায়, তা না। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার খুব ভালো বন্দোবস্ত নেই। আছে উচ্চমূল্যের খাবার। বসার ব্যবস্থাও খুব ভালো না। তার মধ্যেও আমরা উৎসব করি।
কতোগুলো গ্রুপ তো দল বেঁধে খেলা দেখতে যায়। তার ঢোল নিয়ে, বাঁশি নিয়ে মাতিয়ে তোলে গ্যালারি।
তাদের জন্য অবশ্য ক্রিকেট ফেরেনি।
করোনা আমাদের ব্যস্ততম বছরটিকে খেয়ে ফেলেছে। ২০১৯ সালে কত ক্রিকেট হওয়ার কথা ছিলো। কিন্তু সারা বিশ্বেই ক্রিকেট থমকে গেলো এই এক করোনা মহামারীতে। অবশেষে করোনাকে পাশ কাটিয়ে বিভিন্ন দেশ আর্ন্তজাতিক ক্রিকেটে ফিরেছে। আমরাও আজ ফিরলাম।
যদিও মাঠে যেতে পারছিলেন না বলে একটু মন খারাপ ছিলো উৎসবমুখীদের। তারপরও ক্রিকেট তো ফিরেছে। আজ না হয় টিভির সামনে বসেই উৎসব হোক।
সেই উৎসবের প্রস্তুতি নিচ্ছিলাম আমরা।
আমরা অপেক্ষায় ছিলাম তামিম ইকবালের অধিনায়কত্ব দেখার জন্য। যদিও বিভিন্ন সময় দু চারটে ম্যাচে অধিনায়কত্ব করেছেন। কিন্তু আমরা তো তাকে বিচার করতে পারিনি। ঘোষিত অধিনায়ক তিনি এই প্রথম। আমরা ভাবছিলাম, নতুন অধিনায়ককে আজ থেকেইর পরখ করে দেখা যাবে।
আমরা অপেক্ষায় ছিলাম সাকিব আল হাসানের বোলিং-ব্যাটিং দেখার জন্য। যদিও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলে ফেলেছেন তিনি। কিন্তু আর্ন্তজাতিক ক্রিকেটে স্বরূপে ফিরবেন বলে আশা করছিলাম।
আমরা অপেক্ষায় ছিলাম হাসান মাহমুদের বোলিং দেখার জন্য। এই তরুন ইতিমধ্যে নজর কেড়েছেন। আজ অভিষেক হলো।
কিন্তু এইসবকিছু হওয়ার আগে বৃষ্টি এলো।
একবার ভেবে দেখুন, ঢাকায় কতদিন বৃষ্টি হয় না। অথচ ঠিক যেদিন ক্রিকেট ফিরে এলো, সেই দিনটাতেই বৃষ্টিও ফিরে এলো। এ যেনো বৃষ্টি ও ক্রিকেটের অমর প্রেমকাহিনী।
থেমে যাক, এখানেই থেমে যাক বৃষ্টি। আমরা কুয়াশা আর মেঘের পর্দা উঠিয়ে খেলার উৎসব দেখি। আমাদের জীবনে আনন্দ যে খুব কম। এই আনন্দটা অন্তত করতে চাই আমরা।
বৃষ্টি, তোমাকে ছুটি দিলাম।