বৃষ্টিযোগে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ অনিশ্চিত!

তবে ছন্দ পতন করছে বৃষ্টি । সেই সুযোগ নিতে চাইবেন ব্লাক ক্যাপ্সরাও। ফলে সিরিজ ভারতের জন্য হয়ে উঠবে বেশ কঠিন। তাই ফাইনাল খেলতে তাদের আগামীর ম্যাচ গুলোর প্রতিটিতেই সুদক্ষভাবে লড়তে হবে।

চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপার অন্যতম দাবিদার ভারত। তবে ব্যাঙ্গালুরুর বেরসিক বৃষ্টি বুঝি সে আশাও কেড়ে নিল।

সম্প্রতি ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টের লাঞ্চ অবধি পেরিয়ে গেছে। তবুও বৃষ্টি থামার নাম নেই। সেই সুবাদে তাই দিনের আলোও দেখতে পায়নি দু’দল।

যদিও চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টেবলের শীর্ষে রয়েছে ভারত। যেখানে আট জয়ে ৭৪.২৪ শতাংশ পয়েন্ট তাঁদের দখলে। সেখানে আছে দুই হার আর ১১ খানা ড্র ।

এদিকে ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে আছে। আর শ্রীলঙ্কা ৫৫.৫৬ শতাংশ পয়েন্টে তৃতীয় অবস্থানে। সেক্ষেত্রে এই দুই দলেরও চোখ থাকবে শিরোপার দিকে।

এখানেই ভারতের কৃতিত্ব। নিউজিল্যান্ডকে সিরিজে হোয়াইটওয়াশ করতে পারলেই সামনের সিরিজ না খেলেই নিশ্চয়তা রয়েছে লর্ডসে ফাইনাল খেলার। এমনই স্বপ্নীল সময়ে বাধ সাধলো বৃষ্টি ।

কেবল প্রথম দিনই নয়। টেস্টের বাকি দিন গুলোতেও বৃষ্টির সমূহ সম্ভাবনা রয়েছে। সৃষ্টি হয়েছে টেস্ট ড্রয়ের সম্ভাবনার। সেক্ষেত্রে ভারতকে সিরিজের আগামী টেস্ট জয় করেই নয়। সামনে বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও দক্ষ পারফরম্যান্স করতে হবে।

বোর্ডার-গাভাস্কার ট্রফি তখন গুরুত্বপূর্ন হয়ে ওঠার আরেকটি কারণ হচ্ছে তার প্রতিপক্ষ। সেখানে ভারতের বিপরীতে থাকবে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। যারা পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে।

সেক্ষেত্রে ভারত আগামী ম্যাচগুলোতে জয় না পেলে তখন তাদের ফাইনাল খেলা নাও হতে পারে। যদিও দক্ষ টেস্ট দল ভারত। বিগত দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই তাদের দেখা গেছে। এবারও চমৎকার ছন্দে রয়েছে তারা।

তবে ছন্দ পতন করছে বৃষ্টি । সেই সুযোগ নিতে চাইবেন ব্লাক ক্যাপ্সরাও। ফলে সিরিজ ভারতের জন্য হয়ে উঠবে বেশ কঠিন। তাই ফাইনাল খেলতে তাদের আগামীর ম্যাচ গুলোর প্রতিটিতেই সুদক্ষভাবে লড়তে হবে।

Share via
Copy link