বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে নানান বিতর্কে মানসিকভাবে পিছিয়ে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বাইশ গজের লড়াইয়ে সেসব পাত্তা পায়নি অবশ্য, ব্যাট বলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে বড় জয় পেয়েছে টাইগাররা। আর সেখানে বোলার সাকিব আল হাসানের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই সাথে নেতৃত্বের মুন্সিয়ানাও দেখিয়েছেন তিনি।
বোলার রোটেশন, ফিল্ডিং সেট সবকিছুতে দুর্দান্ত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তাই তো অধিনায়ক সাকিবের গুণগান এখন প্রায় সবার কণ্ঠেই।
পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে সাকিবের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘সাকিব আল হাসান মানসম্পন্ন একজন ক্রিকেটার। তাঁর অভিজ্ঞতাও দারুণ। সে এই ম্যাচে প্রথম সারির ব্যাটসম্যানদের আউট করেছে। সাকিব এসে শুধু পরিস্থিতিই সামাল দেয় না, বরং কঠিন পরিস্থিতিতে সে বোলিং করে। সে অধিনায়কত্বও বেশ ভালো করেছে।’
এই ক্রিকেট ধারাভাষ্যকার আরো যোগ করেন, ‘দেখুন, সে নিজেও খুব ভালো পারফর্ম করেছে। আর অধিনায়ক সব সময়ই দলের জন্য অনুপ্রেরণা হতে চেষ্টা করে। আর এতে ডাগআউটে আপনি কিছু বললে, সেটাকেও শ্রদ্ধার চোখে দেখা হয়। সর্বোপরি খুবই ভালো পারফরম্যান্স।’
সত্যি বলতে, সাকিবের ক্রিকেট মস্তিষ্ক বাংলাদেশ তো বটেই পুরো বিশ্বেই দুর্লভ। আগ্রাসী এপ্রোচ, সতীর্থদের প্রতি মানসিকতা সবকিছু তাঁর অধিনায়কত্বকে অনন্য করে তুলেছে। বিশ্বসেরা অলরাউন্ডারের সবচেয়ে বড় গুণ তিনি চাপে ভেঙে পড়েন না। তাই অধিনায়ক হিসেবে পারফর্ম করতে পারাটা এই বাঁ-হাতির জন্য কঠিন কিছু নয়।
বিশাল এই জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন পিসিবির সাবেক সভাপতি। অন্য সবার মতই তিনি মনে করেন আফগানিস্তানের সাথে বড় জয় বাংলাদেশকে এগিয়ে রাখবে বৈশ্বিক টুর্নামেন্টে।
তাঁর মতে, ‘এই জয়টা সামনে বাংলাদেশ আত্মবিশ্বাসী বোধ করবে। পাশাপাশি এটাও অনুভব করবে যে বিশ্বকাপে তাঁরা ভাল অবস্থায় আছে। আর যে বড় ব্যবধানে আফগানিস্তানকে হারিয়েছে, নেট রান রেটেও অনেক সুবিধা পাবে।’