রানা ম্যাজিকে সাকিবদের বাজিমাত

ফাস্ট বোলার মেহেদী হাসান রানার ম্যাজিকাল বোলিংয়ে খুলনা টাইগার্সকে ১৭ রানে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে সাকিবদের ফরচুন বরিশাল।

১৪২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম ওভারেই পর পর দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে খুলনা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আন্দ্রে ফ্লেচার ৪ ও সৌম্য সরকার ফিরেন গোল্ডেন ডাকে। দুই উইকেট শিকার করেন আফগান তারকা মুজিব উর রহমান।

এরপর তৃতীয় উইকেটে ৩১ রানের জুটির পথে ব্যক্তিগত ১৪ রানে লিনটটের শিকার হয়ে আউট হন রনি তালুকদার। সাকিবের শিকার হয়ে দ্রুতই ফিরেন মেহেদি হাসানও! মাত্র ৪০ রানে ৪ উইকেট হারিয়ে তখন চরম বিপর্যয়ে খুলনা।

পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম ও ইয়াসির আলি রাব্বির ৪৬ রানের জুটি আবারো ম্যাচে ফেরায় খুলনাকে। এরপর দলীয় ৮৬ রানে ব্যক্তিগত ২৩ রানে ইয়াসির ফিরলে আবারো চাপে পড়ে খুলনা। তবে থিসারা পেরেরার ৯ বলে ১৯ রানের ক্যামিওতে জয়ের আশা জাগায় খুলনা। ম্যাচে তখন অনেকটাই আধিপত্য খুলনার। একপ্রান্তে তখনো থিতু মুশফিক। দলীয় ১০৮ রানে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি ক্যাচ দিয়ে পেরেরা ফিরলে ম্যাচে ফিরে বরিশাল।

শেষ ৩ ওভারে দরকার ৩১ রান, হাতে ৪ উইকেট। এরপর লিনটটের দ্বিতীয় শিকার হয়ে সিকুগে প্রসন্ন দ্রুত ফিরলে ১১৪ রানে ৭ উইকেট হারায় খুলনা। শেষ ২ ওভারে দরকার ছিলো ২১ রান। ১৯ তম ওভারের প্রথম বলেই বাউন্ডারিতে ক্যাচ মিসে জীবন পান মুশফিক।

তবে পরের বলে রানার দারুণ ডেলিভারিতে আউট ফরহাদ রেজা। ওই ওভারেই শফিকুল্লাহকে তুলে নিয়ে খুলনাকে ম্যাচ থেকে ছিটকে দেন রানা। শেষ বলে মুশফিককেও তুলে নিয়ে এক ওভারে ৩ উইকেট নিয়ে বরিশালকে ১৭ রানের দুর্দান্ত জয় এনে দেন রানা।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় ফরচুন বরিশাল। ওপেনিং জুটিতে আসে ২৬ রান। এরপর জ্যাক লিনটট ৬ বলে ১১ রানে ফিরলেও একপ্রান্তে ক্রিস গেইল দ্রুতগতিতে রান তুলতে পারে। দ্বিতীয় উইকেট জুটিতে জিয়াউর রহমানের সাথে ৩৮ রান যোগ করে গেইল। জিয়াউর ১০ রানে ফেরার পর খুব বেশিদূর যেতে পারেননি গেইলও। তবে দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ বলে ৪৫ রান করে ফিরেন এই ক্যারিবিয়ান জায়ান্ট। দ্রুতই ফিরে নুরুল হাসান সোহানও। ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বরিশাল।

এরপর তৌহিদ হৃদয় ও নাজমুল শান্তর ব্যাটে আবার আশা জাগে বরিশালের। পঞ্চম উইকেটে দু’জনে মিলে যোগ করেন ৩৫ রান। এরপর ৯ রানের ব্যবধানে হৃদয়, সাকিব ও শান্ত ফিরলে বড় সংগ্রহের সম্ভাবনা শেষ হয়ে যায় বরিশালের। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে বরিশাল। খুলনার পক্ষে ২টি করে উইকেট নেন থিসারা পেরেরা, ফরহার রেজা ও কামরুল ইসলাম।

  • সংক্ষিপ্ত স্কোর

ফরচুন বরিশাল – ১৪১/৯ (২০ ওভার); গেইল ৪৫(৩৪), হৃদয় ২৩(২১), শান্ত ১৯(১৫); পেরেরা ৪-০-১৮-২, কামরুল ৩-০-৩০-২, রেজা ২-০-১৮-২।

খুলনা টাইগার্স – ১২৪/১০ (১৯ ওভার); মুশফিক ৪০(৩৫), ইয়াসির ২৩(২০), পেরেরা ১৯(৯); রানা ৩-০-১৭-৪, মুজিব ৪-০-২২-২, লিনটট ৩-০-১৯-২।

ফলাফল: ফরচুন বরিশাল ১৭ রানে জয়ী।

ম্যাচ সেরা: মেহেদী হাসান রানা (ফরচুন বরিশাল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link