শেষ ওভারেই ঢাকার জয় কেড়ে নিল রংপুর!

একটা ওভার, স্রেফ ছয়টা বলেই কুপোকাত ঢাকা ক্যাপিটালস। মুস্তাফিজুর রহমানের ভেলকিবাজিতে রংপুর রাইডার্স জিতে নিল হারতে বসা ম্যাচটাকে। পাঁচ রানের জয় নিয়ে হাসিমুখে মাঠ ছাড়ল তারা।

একটা ওভার, স্রেফ ছয়টা বলেই কুপোকাত ঢাকা ক্যাপিটালস। মুস্তাফিজুর রহমানের ভেলকিবাজিতে রংপুর রাইডার্স জিতে নিল হারতে বসা ম্যাচটাকে। পাঁচ রানের জয় নিয়ে হাসিমুখে মাঠ ছাড়ল তারা।

ঢাকার আমন্ত্রণে ব্যাটিংয়ে আসা রংপুর শুরু থেকেই বোলারদের বেঁধে দেওয়া অদৃশ্য চাপের বলয়ে আটকে পড়ে। এদিন লিটনের সঙ্গে ওপেনিংয়ে নামা কাইল মায়ার্স পারেননি নামের প্রতি সুবিচার করতে। ঢাকার পেসার জিয়াউর রহমান পরপর দুই বলে ফেরান লিটন দাস এবং তাওহীদ হৃদয়কে। ৩০ রানে তিন উইকেট হারিয়ে তখন বিপাকেই পড়ে রংপুর।

তবে পরিস্থিতি সামাল দিতে থাকেন আগের ম্যাচ জেতানোর নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গী হিসেবে পান ফর্মে থাকা ডেভিড মালানকে। শেষদিকে খুশদিল শাহর ঝড়ো ৩৮ রানের ইনিংস আর রিয়াদের ৫১ রানের সুবাদে রংপুরের স্কোরবোর্ডে আসে ১৫৫ রান।

জবাবে ব্যাট করতে নেমে ঢাকার ওপেনিং আজ প্রাণ ফিরে পায়। রহমানউল্লাহ গুরবাজের অন্তর্ভুক্তিতে স্বস্তি ফিরেছে ঢাকা শিবিরে। ৫৪ রানের ওপেনিং জুটিতে ম্যাচের লাগাম নিজেদের দিকে নিয়ে নেয় তারা। তবে দুই ওপেনারের বিদায়ের পর রান তোলার গতি কিছুটা মন্থর হয়ে আসে।

  ম্যাচ তখনও ঢাকার হাতেই। মোহাম্মদ মিঠুন কাজটা সহজ করে দেন আরও। ফিফটি তুলে ম্যাচটাকে জয়ের কাছে নিয়ে আসেন। দুই ওভারে তখনও ২৩ রান দরকার ঢাকার। সাব্বির রহমান ক্রিজে এসে চার-ছক্কা হাঁকিয়ে আদায় করলেন ১৩ রান। শেষ ওভারে সমীকরণ খুব সহজ, জিততে দরকার মোটে ১০।

বিপত্তিটা এখানেই বাধল। বল হাতে যে এলেন ডেথ ওভারের রাজা স্বয়ং মুস্তাফিজুর রহমান। সাব্বির-মিঠুনদের বোকা বানিয়ে রান দিলেন মাত্র চার। তাতেই ঢাকাকে হারতে হলো পাঁচ রানের ব্যবধানে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link