বিক্রির গুঞ্জনে বেড়েছে আরসিবির দাম

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) অংশীদারিত্ব বিক্রি করতে যাচ্ছে ইউনাইটেড স্পিরিটস—এমন একটি খবরে আলোচনার কেন্দ্রবিন্দুতে সদ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) শিরোপা জয়ী এই দলটি। তাই তো প্রশ্ন ওঠে- তবে কি  হাত বদল হবে এই  ফ্রাঞ্চাইজিটি?

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) অংশীদারিত্ব বিক্রি করতে যাচ্ছে ইউনাইটেড স্পিরিটস—এমন একটি খবরে আলোচনার কেন্দ্রবিন্দুতে সদ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) শিরোপা জয়ী এই দলটি। তাই তো প্রশ্ন ওঠে- তবে কি  হাত বদল হবে এই  ফ্রাঞ্চাইজিটির?

এই গুঞ্জনের সূত্রপাত সোশ্যাল মিডিয়ায়। অনেকেই দাবি করেছেন, আইপিএল জয়কে ঘিরে বাড়তে থাকা ব্র্যান্ড ভ্যালু কাজে লাগিয়ে আরসিবি-র মালিকানা আংশিক বিক্রির কথা ভাবছে এর মূল প্রতিষ্ঠান ডিয়াজিও।

বিষয়টি এতটাই ছড়িয়ে পড়ে যে, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ে আগ্রহ, আর তারই প্রভাবে বাড়তে থাকে শেয়ারের দাম।

তবে এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইউনাইটেড স্পিরিটস। মঙ্গলবার বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং তাদের সারভেইল্যান্স ডিপার্টমেন্ট-এ পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে কোম্পানিটি জানায়, ‘আরসিবি-র শেয়ার বিক্রির বিষয়ে সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণরূপে অনুমানভিত্তিক। কোম্পানি এমন কোনো আলোচনা করছে না।’

বিবৃতিতে আরও বলা হয়, ১০ জুন বিএসই-এর পক্ষ থেকে পাঠানো এক ইমেইল অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে তারা এই ব্যাখ্যা দিচ্ছে। অর্থাৎ, এই গুজব নিয়ে শুধু সাধারণ মানুষই নয়, নজরে রেখেছিল শেয়ার বাজারের নিয়ন্ত্রকরাও।

ডিয়াজিও ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কিনে নেয় এবং বর্তমানে ইউনাইটেড স্পিরিটস-এর মাধ্যমেই পরিচালনা করে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলের অন্যতম বড় ফ্যান-বেস থাকা এই দলের ব্র্যান্ড ভ্যালু সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে এবারের শিরোপা জয়ের পর। তাই তো শুধু মাঠের খেলায় নয়, এখন শেয়ার বাজারেও চলছে আরসিবির বিচরণ।

 

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link