দ্য অ্যারাইভাল অব কিলিয়ান এমবাপ্পে!

ডি বক্স থেকে দুই হাত প্রসারিত করে এক দাৌড়ে কর্নার ফ্ল্যাগের কাছে, এরপর হাত দুটো ভাঁজ করে বুকের কাছে নিয়ে চিরচেনা উদযাপন - লা লিগার ইতিহাসে প্রথমবার কিলিয়ান এমবাপ্পেকে দেখা গেলো এমন রূপে।

ডি বক্স থেকে দুই হাত প্রসারিত করে এক দাৌড়ে কর্নার ফ্ল্যাগের কাছে, এরপর হাত দুটো ভাঁজ করে বুকের কাছে নিয়ে চিরচেনা উদযাপন – লা লিগার ইতিহাসে প্রথমবার কিলিয়ান এমবাপ্পেকে দেখা গেলো এমন রূপে।

তিন ম্যাচের অপেক্ষা শেষে, চতুর্থ ম্যাচে এসে লিগে নিজের উদ্বোধনী গোলের দেখা ফেলেন তিনি। সেই সাথে রিয়াল বেতিসের বিপক্ষে দলকে এনে দিলেন জয়। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের সাথে নিজের রসায়নটাও দারুণ জমিয়ে তুললেন এমবাপ্পে।

সব মিলিয়ে, রিয়ালে যে কিছু একটা ঘটতে চলেছে – তাঁর আগাম একটা ধারণাই পাওয়া গেল। তিন ম্যাচে দুই ড্র – সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ যখন নামছে তখন চাপ ছিল আকাশসম। সেটার চেয়ে বেশি চাপ ছিল অবশ্য ফরাসি সুপারস্টারের মাথায়।

তবে, ৬৭ মিনিটের মাথায় সব চাপ উবে গেল, ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত এক ব্যাক হিলে গোল করে বসলেন তিনি। তাতেই আরাধ্য জয়ের দিকে এগিয়ে গেল লস ব্ল্যাঙ্কোসরা; সেই সাথে নিন্দুকদেরও জবাবটা দিলেন।

খানিক বাদেই স্পট কিক পায় স্বাগতিকরা, তবে নিয়মিত শুটার ভিনিসিয়াস জুনিয়র নিজে পেনাল্টি আদায় করা সত্ত্বেও বল তুলে দেন এমবাপ্পের হাতে। অভিজ্ঞ এই স্ট্রাইকার কোন ভুল করেননি, ঠাণ্ডা মাথায় পরাস্ত করেছেন গোলরক্ষককে। তারকাদের এমন বোঝাপড়াই তো রিয়ালের গ্রেটনেসের মূল সূত্র।

ম্যাচে আর তেমন কিছু না ঘটলে ২-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। এই জয়ে ভিনি, এমবাপ্পের অবদান চোখে পড়লেও খানিকটা আড়ালে আছেন বদলি হিসেবে নামা ব্রাহিম দিয়াজ। স্কোরশিটে নাম নেই তাঁর, কিন্তু তিনি মাঠে নামার পরেই মূলত খেলায় তীক্ষ্ণতা বেড়েছে কয়েকগুন।

বারবার বেতিসের রক্ষণে হানা দিয়েছিলেন এই তরুণ; দুই গোলেই পরোক্ষ অবদান আছে তাঁর, এমনকি এন্ড্রিককে দিয়েও অসাধারণ একটা গোল প্রায় করিয়ে ফেলেছিলেন তিনি।

এমন জয়ে টেবিলর দুই নাম্বারে উঠে এসেছে অল হোয়াইটরা, এখন ছুটতে হবে টেবিল টপার বার্সেলোনাকে ছোঁয়ার লক্ষ্য নিয়ে। আপাতত চার পয়েন্টে এগিয়ে আছে তাঁরা।

দুই নম্বরে উঠে আসলেও রিয়ালের সমস্যা এখনো সমাধান হয়নি; যে দুই ম্যাচে পয়েন্ট খুইয়েছে তাঁরা দুটোই ছিল সফরকারী দল হিসেবে। অর্থাৎ সান্তিয়াগো বার্নাব্যুর বাইরে ফুটবলারদের পারফরম্যান্স আশানুরূপ নয়।

এদিকটায় এখনি মনোযোগী হতে হবে কার্লো আনচেলত্তিকে, কেননা পরের ম্যাচেই শক্তিশালী রিয়াল সোসিয়েদাদ আতিথেয়তা দিবে তাঁদের।

Share via
Copy link