রিয়ালের টার্গেট নতুন হাল্যান্ড

সুনিপুণ দীর্ঘমেয়াদী পরিকল্পনার কারণে দলের ট্রানজিশনের সময়েও একের পর এক শিরোপা জিতছে রিয়াল। বর্তমান দলে প্রতিষ্ঠিত প্রতিটি খেলোয়াড়েরই বিকল্প প্রস্তুত করে রেখেছে রিয়াল মাদ্রিদ। শুধু মাত্র ৩৫ বছর বয়সী করিম বেনজেমার বদলি হিসেবে এখনো কোনো বিকল্প খুঁজে পায়নি রিয়াল।

ইউরোপীয় ট্রান্সফার বাজারে কোনো তরুণ প্রতিভা আলোচনায় আসবে আর রিয়াল মাদ্রিদ সেই আলোচনায় থাকবে না, তা হতেই পারে না। সুনিপুণ দীর্ঘমেয়াদী পরিকল্পনার কারণে দলের ট্রানজিশনের সময়েও একের পর এক শিরোপা জিতছে রিয়াল। বর্তমান দলে প্রতিষ্ঠিত প্রতিটি খেলোয়াড়েরই বিকল্প প্রস্তুত করে রেখেছে রিয়াল মাদ্রিদ। শুধু মাত্র ৩৫ বছর বয়সী করিম বেনজেমার বদলি হিসেবে এখনো কোনো বিকল্প খুঁজে পায়নি রিয়াল।

ব্রাজিলের ১৬ বছর বয়সী সেন্ট্রাল ফরোয়ার্ড এন্ড্রিক ফিলিপেকে দলে ভেরালেও উয়েফার নীতির কারণে ২০২৪ সালের আগে রিয়ালে খেলতে পারেবন না এন্ড্রিক। তাই সামনের মৌসুমের সেন্ট্রাল ফরোয়ার্ড বা টার্গেট ম্যানের জায়গাটায় করিম বেঞ্জেমাকেই চিন্তা করছে রিয়াল। তবে বেনজেমার ইঞ্জুরি কিংবা বিশ্রামের সময় তাঁর পজিশনে খেলানোর মত খেলোয়াড় এখনো প্রস্তুত নেই রিয়ালের।

দলে থাকা মারিয়ানো ডিয়াজের ওপর একদমই ভরসা করতে পারছেন না কোচ কার্লো আনচেলত্তি। তাই সামনের মৌসুমে নাম্বার নাইন পজিশনের জন্য তরুণ ফরোয়ার্ডদের ওপর নজর রাখছে বর্তমান বিশ্বসেরারা।

এই ক্ষেত্রে রিয়ালের নজরে আছে আটলান্টায় খেলা ড্যানিশ ফরোয়ার্ড রাসমাস হয়ল্যান্ড। আটলান্টার হয়ে ২১ ম্যাচে মাঠে নেমে এরই মধ্যে সাত গোল এবং দুই এসিস্ট করেছেন হয়ল্যান্ড। শারীরিক গড়ন ও ফিনিশিং দক্ষতার কারণে অনেকেই আর্লিং হাল্যান্ডের সাথে তুলনা করছেন এই ২০ বছর বয়সী ড্যানিশকে। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের নজরে ভালোভাবেই তাই আছেন হয়ল্যান্ড।

তবে এখনই রিয়াল মাদ্রিদে খেলার মত যথেষ্ঠ সামর্থ আছে কিনা এই ফরোয়ার্ডের, তা নিয়ে রয়েছে সংশয়। তবে রিয়াল মাদ্রিদে যোগ দিলে করিম বেনজেমার সাথে থেকে অনেক কিছুই শিখতে পারবেন হয়ল্যান্ড। সে বিষয়টিও মাথায় আছে রিয়াল ম্যানেজমেন্টের। তবে হয়ল্যান্ডকে দলে ভেরানোর আগে সঠিক পরিকল্পনা নিয়েই এগোতে হবে রিয়ালকে।

কারণ এর আগেও সিরি আ থেকে সার্বিয়ান লুকা জোভিচকে দলে ভিরিয়েছিলো রিয়াল। জোভিচও খেলতেন সেন্ট্রাল ফরোয়ার্ড পজিশনে। তবে রিয়ালের খেলার ধরণের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেননি জোভিচ।

বেনজেমার সাথে খেলার ধরণে কোনো মিল না থাকলেও বেনজেমার অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব পালন করতে দেয়া হতো জোভিচকে। যার ফল জোভিচের খারাপ পারফরম্যান্স। তিন মৌসুম দলে কাটিয়েও দলের সাথে মানিয়ে নিতে না পারায় তাকে বিক্রি করে দেয় রিয়াল।

তাই নতুন কোনো ফরোয়ার্ডকে দলে আনার আগে সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে চাইবে রিয়াল। রিয়ালের খেলার ধরণের সাথে যায় এমন খেলোয়াড়কেই দিনশেষে দলে ভেরাতে চাইবে লস ব্ল্যাঙ্কোসরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...