বর্ণবাদী আচরণ নিয়ে নিয়মিত অভিযোগ করে চলছেন ভিনিসিয়াস জুনিয়র। এবার বর্ণবাদ নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি। স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন এই ফুটবলার, সেখানেই এমন ঘটনা ঘটনা।
লা লিগায় নিয়মিত উগ্র গোষ্ঠীর তোপের মুখে পড়েন তিনি। সেজন্য প্রতিনিয়ত অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় তাঁকে। এমনকি এর ফলে খেলা চালিয়ে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছেন, এমনটাই বলা হয়েছে তাঁর পক্ষ থেকে।
ব্রাজিলিয়ান সুপারস্টার বলেন, ‘আমি এখানে যা মোকাবিলা করছি তা দু:খজনক। এটা সহ্য করা কঠিন, আমি দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে লড়াই করছি। আমার মনে হচ্ছে আমি একা। আমি অনেক জায়গায় অভিযোগ করেছি, কিন্তু কেউ শাস্তি পায়নি। এখন খেলার ইচ্ছাও হারিয়ে ফেলছি, কিন্তু আমি লড়াই চালিয়ে যাব।’
তিনি আরো বলেন, ‘আমি আসলে ফুটবল ভালবাসি, খেলতে চাই। সেই সাথে কৃষ্ণাঙ্গদের যেন কোন কষ্ট না পেতে হয় সেজন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।’
স্পেনের বিপক্ষে ম্যাচেই অবশ্য প্রথমবারের মত জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠ নেমেছিলেন এই লেফট উইঙ্গার। নিজে স্মরণীয় কিছু করতে না পারলেও লড়াই হয়েছে সমানে সমানে। শেষ মুহুর্তের নাটকীয়তা ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে, দুই দলই সমান তিনটি করে গোল করেছে।
রিয়াল মাদ্রিদ অবশ্য বর্ণবাদ ইস্যুতে নিজেদের তারকার পাশে রয়েছে। গত সপ্তাহে একটি বিবৃতি জারি করেছে দলটি যেখানে মার্টিনেজ মুনুয়েরার বিরুদ্ধে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির কাছে একটি অভিযোগ দায়ের করার কথা বলা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, খেলোয়াড় কতৃক বারবার জানানো হলেও বর্ণবাদীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি এই রেফারি।
অবশ্য লিগ কতৃপক্ষ রেফারির প্রতি সমর্থন জানিয়ে পাল্টা বিবৃতি দিয়েছে। যদিও সকল প্রকার বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে শক্ত অবস্থান বজায় রেখেছে তাঁরা। সেই সাথে বর্ণবাদী আচরণের শিকার সকল ফুটবলারদের প্রতি সমর্থন জানানো হয়েছে এই বিবৃতিতে।