ছায়া হয়ে শিভাম দুবেকে ডুবতে দেননি ধোনি

চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শিভম দুবে, মিডল অর্ডারে নেমে মাত্র ২৩ বলে ৫১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন তিনি।

শিভাম দুবেকে নিয়ে ভারতের স্বপ্নের শেষ নেই। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এলেই সেই স্বপ্ন প্রবল হয়। আর সেই স্বপ্নে বড় অবদান আছে মহেন্দ্র সিং ধোনির।

চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শিভাম দুবে, মিডল অর্ডারে নেমে মাত্র ২৩ বলে ৫১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন তিনি। বিশেষ করে গুজরাট টাইটান্সের শর্ট বল ট্যাকটিক্সের বিরুদ্ধে দারুণ জবাব দিয়েছেন এই ব্যাটার। স্বাভাবিকভাবেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার যোগ হয়েছে তাঁর ঝুলিতে।

অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও অকপটে প্রশংসা করেছেন তাঁকে নিয়ে। সেই সাথে বাউন্সারের বিপক্ষে দুবের সাবলীল ব্যাটিংয়ের জন্য মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ দিয়েছেন তিনি, কেননা ব্যক্তিগতভাবে এই বাঁ-হাতিকে নিয়ে কাজ করেছিলেন ধোনি।

এই পেস বোলিং অলরাউন্ডারের পারফরম্যান্স নিয়ে চেন্নাইয়ের দলপতি বলেন, ‘স্রেফ আত্মবিশ্বাস। যখন সে দলে এসেছিল তখন ম্যানেজম্যান্ট তাঁকে নিয়ে আলাদা কাজ করেছে। মাহি ভাই তাঁকে নিয়ে কাজ করেছে। সে জানে ম্যাচে তাঁর ভূমিকা কি এবং কোন বোলারের ওপর চড়াও হতে হবে। সবমিলিয়ে আমাদের জন্য এখন ও এক্স ফ্যাক্টর।’

অন্যদিকে দুবে কৃতজ্ঞতা জানিয়েছেন চেন্নাইয়ের ম্যানেজম্যান্টের প্রতি। একই সাথে মনে করিয়ে দিয়েছেন বাউন্সারের বিপক্ষে দুর্বলতা কাটাতে কত কষ্ট করতে হয়েছে তাঁকে।

তিনি বলেন, ‘এই ফ্র্যাঞ্চাইজি (সিএসকে) অন্য সবার থেকে আলাদা। তাঁরা আমাকে স্বাধীনতা দিচ্ছে। তাঁরা চায় আমি আরও ভালো করি এবং আমিও তাঁদের অনেক ম্যাচ জেতাতে চাই। শর্ট বল নিয়ে কাজ করেছি ইতোমধ্যে। জানি বোলাররা এমন লাইনে কিছু বল করবেই, তার জন্য এখন আমি প্রস্তুত।’

শিভাম দুবের ঝড়ো ব্যাটিংয়ের আগে দুই ওপেনার চেন্নাইকে এনে দিয়েছিলেন উড়ন্ত সূচনা। এরপর বল হাতে মুস্তাফিজ, দীপক চাহার, তুষার দেশপান্ডে সবাই ছিলেন কার্যকরী। তাই তো গুজরাটের বিপক্ষে জয়কে ‘পারফেক্ট’ হিসেবে দেখছেন দলটির কাপ্তান রুতুরাজ। এমন দলগত পারফরম্যান্স আগামী দিনগুলোতেও ধরে রাখতে বদ্ধ পরিকর তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...