রিয়ালের রাজকীয় জয়

ফিলাডেলফিয়াতে দেখা গেল সেই চিরচেনা রিয়ালকে। জাবি আলোনসোর পরিকল্পনায় মাঠজুড়ে রিয়ালের আধিপত্য, বিপরীতে পাত্তাই পায়নি সালজবার্গ। এই রিয়াল যেন - কনফিডেন্স উইথ ক্লাসের প্রতিমূর্তি।

ফিলাডেলফিয়াতে দেখা গেল সেই চিরচেনা রিয়ালকে। জাবি আলোনসোর পরিকল্পনায় মাঠজুড়ে রিয়ালের আধিপত্য, বিপরীতে পাত্তাই পায়নি সালজবার্গ। এই রিয়াল যেন – কনফিডেন্স উইথ ক্লাসের প্রতিমূর্তি।

ইনজুরিতে ফেরা হয়নি কিলিয়ান এমবাপ্পের, শুরুর একাদশে নেই রদ্রিগো। ৩-৫-২ ফরমেশনে গুটি সাজান আলোনসো। শুরুর আবহে বোঝা যাচ্ছিল রিয়াল যেন ছন্দ খুঁজে পেয়েছে। বল দখলে শুরুতেই এক কাঠি সরেস ছিল তারা। পাসিং কম্বিনেশনে একে অপরের সঙ্গে বোঝাপড়া—সবকিছুতেই ফুল মার্কস।

রিয়ালের প্রথম সুযোগটা আসে ম্যাচের ২০ মিনিটের মাথায়। তবে সুযোগটা হাতছাড়া করে বসেন ভিনি। এর ঠিক ২০ মিনিট পর ভুল শুধরে নেন। বেলিংহামের বাড়ানো বল আউট অফ দ্য বক্স থেকে ভিনির শট—ব্যাস, বল জাল খুঁজে নেয়।

পরের গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়ালের। ভিনির অ্যাসিস্টে হাফ টাইমের ঠিক আগমুহূর্তে ভালভার্দের নিখুঁত ফিনিশিং টাচ। ২ গোলের লিড নিয়েই হাফটাইমে যায় রিয়াল।

সেকেন্ড হাফে সালজবার্গ ফিরে আসার চেষ্টা চালালেও রিয়ালের রক্ষণদেয়াল আর ভাঙতে পারেনি। ৮৪ মিনিটের মাথায় ডিফেন্সের ভুলে উল্টো গোল খেয়ে বসে তারা। গঞ্জালো গার্সিয়া রিয়ালের লিডটা বাড়িয়ে দেন। শেষটাতে ৩-০ ব্যবধানের দাপুটে জয় পায় আলোনসোর শিষ্যরা।

রিয়াল ডেরায় সবচেয়ে সস্তির বিষয় তাদের বোঝাপড়া। টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল বিষয়ের পাশাপাশি জাবি যে সবাইকে এক সুতোয় গাঁথতে পেরেছেন। মাঝমাঠে আরদার বল কন্ট্রোলিং থেকে ভিনিদের অ্যাটাক, আবার ডিফেন্সে নেমে এসে বেলিংহামের নিশ্চিত গোল বাঁচানো—সবকিছুতেই যেন একটা দল হয়ে খেলেছে রিয়াল।

এমবাপ্পে ফিরলে আরও শক্তি বাড়বে দলের। আর এই রিয়াল হয়তো আরও ভয়ংকর হয়ে উঠবে, যাদের থামানো বিপক্ষ দলের সাধ্যের বাইরে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link