আগে ব্যাট করে বড় রান, সিংহলিজে জয়ের মূলমন্ত্র

এমন এক ময়দানে দাঁড়িয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ঠিক কতটুকু? নাকি গলের মতই ড্রয়ের দিকে ঠেলে দেওয়া হবে কলম্বো টেস্টেকেও?

গেল এগারো বছরে  কলম্বোতে সমান চারটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে স্বাগতিক শ্রীলঙ্কা। সেই মাঠে ১১ বছরে নেই কোন টেস্ট ড্র। এমন এক ময়দানে দাঁড়িয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ঠিক কতটুকু? নাকি গলের মতই ড্রয়ের দিকে ঠেলে দেওয়া হবে কলম্বো টেস্টেকেও?

ধনাঞ্জয়া ডি সিলভা সোজাসাপ্টা বলে গেলেন, সিংহলিজ স্পোর্টস ক্লাব স্টেডিয়ামের উইকেট হতে চলেছে ফ্ল্যাট উইকেট। টসে জিততে পারলে তারা প্রথমেই ব্যাটিং করতে চান। সেই সাথে স্কোরবোর্ডের রানের চাপ সৃষ্টি করতে চান।

এ চাহিদার পেছনের কারণ অবশ্য স্পষ্ট। এই উইকেটে প্রথমে ব্যাট করা দল শেষ আট ম্যাচের ছয়টিই জিতেছে। তবে সর্বশেষ টেস্ট ম্যাচে পরে ব্যাট করেও জয় তুলে নিতে পেরেছিল শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে সেই টেস্ট ম্যাচে দশ উইকেটের জয় পেয়েছিল স্বাগতিকরা।

এছাড়া ভারত দুই বার, ইংল্যান্ড ও পাকিস্তান একবার করে হারিয়েছে শ্রীলঙ্কাকে। সফরকারী সেই তিন দলের মধ্যে স্রেফ পাকিস্তান পরে ব্যাটিং করে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। অবশ্য তারা স্কোরবোর্ডে ৫৭৬ রানের বিশাল সংগ্রহ গড়ে ইনিংস ব্যবধানে হারিয়েছিল স্বাগতিকদের।

এছাড়া ভারত ও ইংল্যান্ডের জয়গুলোতে সফরকারী দল প্রথমেই ব্যাট করেছে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে। ভারত একবার ৬২২ রান তুলেছিল নয় উইকেটের বিনিময়ে। আরেকবার ৩১২ রানে গুটিয়ে যাওয়ার পরও জয় পেয়েছে।

এমনকি শ্রীলঙ্কা যে চারটি ম্যাচে জয় তুলে নিয়েছে, তার মধ্যে তিনটি ম্যাচে তারাই প্রথমে ব্যাট করেছে। প্রতিবারই তিনশ ছাড়ানো একটা সংগ্রহ গড়তে হয়েছে স্বাগতিকদের। অতএব টসে জিতে প্রথমে ব্যাট নেওয়া অবধারিত। আর ব্যাটিং নিতে পারলে নিদেনপক্ষে তিনশ ছাড়াতেই হবে সংগ্রহ।

বাংলাদেশ নিশ্চয়ই ভাগ্যের একটু সহয়তা প্রত্যাশা করতেই পারে। আরও একটি বিষয় জানিয়ে রাখা ভাল। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জিতলেও, পাকিস্তান ও ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে শ্রীলঙ্কা, এই সিংহলিজ স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে। এসব পরিসংখ্যান মাথায় রেখে বাংলাদেশ সত্যিকার অর্থেই জয়ের অন্বেষণে চালাবে, এমনটাই হয়ত প্রত্যাশা।

Share via
Copy link