গুজরাটি স্কুল ছাত্রের কীর্তি, ৪৯৮ রানের ইতিহাস!

মহাভরতের পঞ্চ পাণ্ডবের গুরুর নামে নাম তাঁর দ্রোন দেশাই। নামের মর্যাদা রেখেই চমক দেখিয়েছেন স্কুল ক্রিকেটে।

ভারতের ক্রিকেটাঙ্গন থেকে অন্তর্জাল, সর্বত্র হইচই ফেলে দিয়েছেন গুজরাটি এক কিশোর। ১৮ বছর বয়স মাত্র। মহাভারতের পঞ্চ পাণ্ডবের গুরুর নামে নাম তাঁর দ্রোন দেশাই। নামের মর্যাদা রেখেই চমক দেখিয়েছেন স্কুল ক্রিকেটে। সবার চোখ তাতে ছানাবড়া।

ভারতে চলমান দিওয়ান বাল্লুভাই অনুর্ধ্ব-১৯ কাপে গত মঙ্গলবার তাঁর স্কুলের পক্ষে খেলেছেন ৪৯৮ রানের রেকর্ড গড়া এক ইনিংস। লয়োলার সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র দ্রোন। ১৯ দিনের এই টুর্নামেন্টে গান্ধিনগরের শিভায় স্টেডিয়ামে তাদের দলের সাথে তাদের খেলা পড়ে জে এল ইংলিশ স্কুলের বিরুদ্ধে । সেখানেই অভূতপূর্ব এই কীর্তি গড়েন তিনি।

দাপুটে এই ইনিংস খেলতে মাত্র ৩২০ বল খরচ করেছেন দ্রোন। যেখানে ছিল ৮৬ টি চার। সাথে সাতটি ছক্কার মার। তাঁর ব্যাটিং এর জোরে কেবল একটা ভাল ইনিংসই না বরং ৭১২ রানের বিশাল জয় পায় তাঁর স্কুল। অন্যদিকে, জে এল ইংলিশ স্কুল ঐদিন ১০ খেলোয়াড় সমেত মাঠে নামে। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য মতে, একজন দেরিতে পৌঁছানোতে এই ঘটনা ঘটে।

সাক্ষাতকারে দ্রোন কে ২ রানের জন্য ৫০০ হারানোর অনুভূতি জিজ্ঞাসা করা হলে তিনি আনন্দের সাথেই জানান, যে সে নিজেও খেয়াল করেনি যে সে ৫০০ রানের এতটাই কাছে ছিল। সে আরও জানায় যে মাঠে কোনো স্কোরবোর্ডও ছিল না। আবার দলের কেউ ও তাঁকে জানায়নি। তবে শেষে তিনি বলেন, ‘আমি নিজের স্ট্রোক খেলতে নেমেছিলাম এবং আউট হয়েছি। কিন্তু ঐ রান গুলো করার জন্য আমি খুশি।’

গুজরাটি ছেলে দ্রোন তার পেশাদার ক্রিকেটীয় যাত্রা শুরু করেন মাত্র ১১ বছর বয়স থেকে। আদর্শ ছিল শচীন টেন্ডুলকার। অনুর্ধ্ব- ১৪ তে তাঁর প্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। সেখান থেকেই ধাপে ধাপে এতদূর এসছেন তিনি। নি:সন্দেহে তাঁর এই ইনিংস অনূর্ধ্ব- ১৯ নির্বাচকদের নজরে আসবে।

তিনি এ সাফল্যের কৃতিত্ব দেন তাঁর পিতাকে। যিনি তাঁকে পাঠান কোচ জয়প্রকাশ প্যাটেলের কাছে।  বিখ্যাত জেপি স্যারের ছাত্র সংখ্যা ৪০ এরও বেশি। সাত বছর বয়স থেকে তাঁর বাবা তাঁকে ক্রিকেট খেলতে অনুপ্রাণিত করেন। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কেবল পরীক্ষার জন্য স্কুলে যাওয়া দ্রোন বেশিরভাগ সময়টাই দিয়েছেন ক্রিকেট কে। স্বপ্ন দেখেন বড় কিছু হবার।

তাঁর মতোই এই আন্তঃস্কুল টুর্নামেন্টে আরও দুই খেলোয়াড় খেলেছিলেন এর চেয়েও বড় ইনিংস। প্রণব ধনওয়ারে খেলেছিলেন অপরাজিত ১০০৯ রানের ইনিংস। পাশাপাশি ৫৪৬ রানের ইনিংস গড়েন ভারতীয় জাতীয় দলের তারকা পৃথ্বী শ।

Share via
Copy link