বয়স্কদের বিশ্রাম দিন, পিসিবিকে রেহাই দিন!

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) আবারো পালাবদল। রাজনৈতিক বিবাদের জেরে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ আসনে আর থাকছেন না বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠি।

তাঁর স্থলে এখন পিসিবি চেয়ারম্যান পদে ফিরতে পারেন জাকা আশরাফ। তবে এই মুহূর্তে এ দুজনের কাউকেই ঠিক যোগ্য মনে করছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

তাঁর মতে, পিসিবির সর্বোচ্চ চেয়ারে এখন বয়স্কদের থাকা উচিৎ নয়। এর চেয়ে বরং তরুণ কেউ এ দায়িত্বে ফলপ্রসূ ভূমিকা পালন করবে।

এ নিয়ে পাকিস্তানের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘নীতি নির্ধারকের জায়গায় আমি থাকলে, দুজনকেই বিশ্রামে পাঠাতাম। এই মুহূর্তে পিসিবিতে আমি ৬০-৬৫ বছর বয়সী লোকদের থাকার প্রয়োজনীয়তা মনে করি না। এই সময়ে এসে পিসিবিতে তরুণদের কাজে লাগানো উচিৎ। কারণ তাদের উদ্ভাবনী ক্ষমতা দেশের ক্রিকেটে দারুণ কাজে দিবে।’

তবে পাকিস্তান ক্রিকেটের নতুন চেয়ারম্যানের খোঁজে নির্বাচনের ডামাডোলে কিছুটা বিরক্তিই প্রকাশ করেছেন আফ্রিদি।

এ নিয়ে বিশ্বকাপকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘সবার এখন শান্ত থাকা উচিৎ। সামনেই বিশ্বকাপ। নির্বাচনের সব বিষয়াদি হবে। তবে বিশ্বকাপটা নিয়ে আগে সবাই ভাবি। পরবর্তীতে সব করা যাবে। কিন্তু বিশ্বকাপের সময়টা সব সময় পাওয়া যাবে না।’

শহীদ আফ্রিদি অবশ্য ভুল কিছু বলেননি। নাজাম শেঠির বর্তমান বয়স ৭৫। আর জাকা আশরাফের বয়স ৭০। এই বয়সে এসে পিসিবি প্রধানের চাপ আদৌ নেওয়া সম্ভব কিনা তা বেশ প্রশ্নসাপেক্ষ।

এর আগে ২০১৩ থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন নাজাম শেঠি। আর সর্বশেষ যখন পিপিপির সরকার ছিল পাকিস্তানে, তখনও জাকা আশরাফই ছিলেন পিসিবির সভাপতি।

পিসিবিতে সরকারের হস্তক্ষেপ অবশ্য নতুন কিছু নয়। গত বছরের ডিসেম্বরে, নাজাম শেঠিকে প্রধান করে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটির অনুমোদন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মূলত গত বছরের এপ্রিলে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান প্রধানমন্ত্রীত্ব হারান।

আর এতেই পুরনো দায়িত্বে আবারো ফেরেন নাজাম শেঠি। রমিজ রাজার জায়গায় আসেন তিনি। তবে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও পূর্ণ মেয়াদে আর দায়িত্ব নেওয়া হচ্ছে না তাঁর।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link