পাঁচ কোটি রুপি দাও, নয়তো পরিণতি হবে ভয়ংকর

ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, এই চক্র একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ হতে পারে। অভিযুক্তদের আরও জেরা করা হচ্ছে। পুলিশের হাতে নতুন কিছু সূত্র এসেছে বলে জানা গেছে। শিগগিরই পুরো চক্রের খোলাসা করা হবে।

পাঁচ কোটি রুপি দাও, নয়তো পরিণতি হবে ভয়ংকর— এমন হুমকির কল ও ইমেইল পেয়েছেন ভারতের উদীয়মান ক্রিকেটার রিঙ্কু সিং। এরপর মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে — এই হুমকি এসেছে, খোদ অন্ধকার জগৎ থেকে। যেখানে জড়িয়ে আছে ডি কোম্পানি কিংবা দাউদ ইব্রাহিমের আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্কের সদস্যদের নামও!

ভারতীয় গণমাধ্যম বলছে, রিঙ্কু সিং-এর প্রমোশনাল টিমের কাছ থেকে গেল ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তিনবার ৫ কোটি রুপি দাবি করা হয়। শুধু তাই নয়, একাধিকবার ভয় দেখানো ফোনকল ও ইমেইলও আসে টিমের অফিসে। অর্থ না আদায়ে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়।

তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে মোহাম্মদ দিলশাদ ও মোহাম্মদ নবীদ নামে দুই অভিযুক্তকে। তারা দীর্ঘদিন ওয়েস্ট ইন্ডিজে আত্মগোপনে ছিল। সেখানকার পুলিশ তাদের ধরে ভারতের হাতে তুলে দেয় গত আগস্টে।

মুম্বাই পুলিশের সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় এক অভিযুক্ত নিজেদের স্বীকার করেছেন। শুধু রিঙ্কু নয়, তাঁদের টার্গেটে আরও অনেকেই ছিলেন।

ক্রিকেটের মাঠে যেখানে রিঙ্কু সিং ভারতীয় সমর্থকদের কাছে হিরো, জীবনের অন্য প্রান্তে তিনি এখন অপরাধ জগতের টার্গেটে। তার ক্যারিয়ারের পরিসংখ্যানও উজ্জ্বল, আইপিএল থেকে তিনি এখন ভারতের সাদা বলের ক্রিকেটের নিয়মিত মুখ।

ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, এই চক্র একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ হতে পারে। অভিযুক্তদের আরও জেরা করা হচ্ছে। পুলিশের হাতে নতুন কিছু সূত্র এসেছে বলে জানা গেছে। শিগগিরই পুরো চক্রের খোলাসা করা হবে।

Share via
Copy link