ভাঙ্গনের সুর জেগেছে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে; দলটির দুই তারকা রোহিত শর্মা এবং সুরিয়াকুমার যাদব পরের মৌসুম থেকে তাঁদের হয়ে খেলবেন না এমনটাই শোনা যাচ্ছে। ভারতের জনপ্রিয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোহিত ও সুরিয়া মুম্বাইকে বিদায় বলার দ্বারপ্রান্তে আছেন এবং আসন্ন মেগা নিলামে খুব সম্ভবত কলকাতা নাইট রাইডার্স দু’জনকে দলে নিবে।
২০২৪ আইপিএলে প্রত্যাশা পূরণের আশেপাশেও যেতে পারেনি মুম্বাই। আসর শুরুর আগে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার মধ্য দিয়ে বিতর্কের শুরুটা করেছিল তাঁরা; এরপর পুরো টুর্নামেন্ট জুড়ে হার্দিকের ফ্লপ ক্যাপ্টেন্সি আর ব্যাট-বলে অফ ফর্ম সেই বিতর্ক বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।
এরই মাঝে প্রকাশ্যে আসে ড্রেসিংরুমের অসন্তোষের কথা; হুট করে হার্দিককে অধিনায়কের চেয়ারে বসানো মানতে পারেননি সুরিয়াকুমার, জাসপ্রিত বুমরাহর মত সিনিয়র সদস্যরা। ফলে দলীয় ঐক্য বিনষ্ট হয়; এমনকি মাঠেও সেটা স্পষ্ট হয়ে উঠেছিল। ফলে পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে থেকে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নদের।
নিশ্চিতভাবেই পরের মৌসুমে ঘুরে দাঁড়াতে চেয়েছিল তাঁরা; তবে সেই চাওয়া মুখ থুবড়ে পড়েছে। সত্যিই যদি সুরিয়া আর রোহিত বিদায় বলেন তাহলে বিপদেই পড়তে হবে তাঁদের। যদিও আনুষ্ঠানিক কোন ঘোষণা এখনো আসেনি – কোথাকার জল কোথায় গড়ায় সেটা তাই দেখার বিষয়।
অবশ্য মেগা নিলাম উপলক্ষে অনেক রদবদলই দেখা যেতে পারে ফ্রাঞ্চাইজিগুলোর খেলোয়াড় তালিকায়। এমন কি স্টার প্লেয়ারও বদলে যেতে পারে; এই যেমন দিল্লি ক্যাপিটালস ঋষাভ পান্তের ওপর খুশি নন, সেক্ষেত্রে হয়তো পান্তকে ছেড়ে তাঁরা রোহিত বা সুরিয়াকে নিতে চাইবে। আবার লোকেশ রাহুলের ওপর নজর রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
হতে পারে অনেক কিছুই, হবেও নিশ্চয়ই – মেগা নিলামকে কেন্দ্র করে সব দলই নিজেদের স্কোয়াড ঢেলে সাজানোর লক্ষ্যে পরিকল্পনা করছে। তবে আনুষ্ঠানিক বার্তা আসার আগে নিশ্চিত করে বলা যাবে না কিছুই।