প্রায় এক যুগ পর ২০২৪ সালে বিশ্বকাপ শিরোপা জিতে ভারত। নেপথ্যের প্রধান চরিত্র ছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। এই যুগলদ্বয়ের মধুর সম্পর্কের কথা সবারই জানা। তবে এবার রোহিত জানালেন দল নির্বাচন নিয়ে কোচ রাহুল দ্রাবিড়ের সাথে তার দ্বন্দ্ব হয়েছিলো।
২০২১ সাল থেকে ২০২৪ পর্যন্ত ভারতের প্রধান কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। সেই সময়ে তিন ফরম্যাটেই দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। তাদের হাত ধরেই ভারত ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলে এবং ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের সাবেক কোচ রাহুল দ্রাবিড়ের সাথে রোহিত শার্মার বোঝাপড়া নিয়ে জানতে চাওয়া হলে রোহিত তাদের দুজনের অপ্রকাশিত কিছু সত্য সামনে আনেন।
রোহিত বলেন, ‘রাহুলের সাথে আমার বোঝাপড়া একসময় এতোটাই প্রকট হয় যে আমি জানতাম রাহুল আমাকে কোথায় কি প্রশ্ন করতে পারে। রাহুল ও জানতো আমি কি কি করতে পারি।আমি এমন কিছু কখনোই করতাম না যেটা রাহুলের পছন্দ হবে না।’
রোহিত আরো বলেন, ‘রাহুলের সাথে আমার অনেকবার শক্ত দ্বিমত হয়েছিলো, এটা হওয়ারই কথা, সবার যুক্তি একরকম নয়। আমি মনে করি যদি দ্বিমত না হতো তবে এখানে সমস্যা হতো। সবার পার্সেপশান একরকম হবে না। তবে রাহুল আমাকে স্বাধীনতা দিতো, মাঠের ভিতরে খেলাটা আমাকেই চালাতে হতো। কে কখন বোলিংয়ে আসবে, কার কোথায় বেশি ভালো করার সম্ভাবনা রয়েছে সেগুলো আমাকেই সিদ্ধান্ত নিতে হতো। রাহুল তার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতো, মাঠেব এবং বাহিরে সব প্লেয়ারদের সাথেও তার ভালে সম্পর্ক ছিলো।’
ভারতীয় ক্রিকেটে প্রায়ই তো শোনা যায় কোচ ও খেলোয়াড়দের দ্বন্দ্ব, তবে এখানেই যেন এক বিপরীতে দৃষ্টান্ত স্থাপন করে দিলেন রাহুল-রোহিত জুটি, তাইতো তাদের হাত ধরেই অধরা শিরোপার দেখা পেয়েছিলো ভারত।