‘এই টেস্ট ক্যাপ যতটা না সরফরাজের, তার চেয়ে বেশি আপনার’ – সরফরাজ খানের বাবাকে এমনটাই বলেছিলেন রোহিত শর্মা।
সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজে অভিষেক হয় সরফরাজ খান এবং আকাশ দীপের। তাঁদের এই অভিষেক দেখে অনেকটা আবেগপ্রবণই হয়ে যান ভারতের এই অধিনায়ক।
ইন্সটাগ্রামের এক ভিডিওর মাধ্যমে রোহিত জানান সেই অভিজ্ঞতার কথা। তিনি বলেন, ‘আমি ব্যাক্তিগতভাবে তাঁদের (আকাশ এবং সরফরাজ) সাথে খুব উপভোগ করেছি। তাঁরা সবাই খুব উদ্যমী। আমি তাঁদের সবার খেলাই দেখেছি। বিষয়গুলো আমার জন্য সহজ ছিল। আমি তাঁদের খেলার ধরণ আর তাঁদের শক্তি-সামর্থ্য সম্পর্কে জানতাম।’
তিনি আরো বলেন, ‘আমাকে আর রাহুল ভাইকে তাঁদের সাথে কথা বলতে হয়েছিল। তাঁদের প্রতিক্রিয়া দুর্দান্ত ছিল। আমি বললাম যে ঠিক আছে , তাঁরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। একমাত্র প্রয়োজন ছিল দলের পরিবেশে তাঁদেরকে মানিয়ে নিতে সাহায্য করা। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি।’
রাজকোট টেস্টের আগে রোহিত সরফরাজের বাবা নওশাদের সাথে আবেগময় মুহূর্তের কথা বলেছিলেন।
ভারতীয় এই অধিনায়ল বলেন, ‘আমি কাঙ্গা লিগে সরফরাজের বাবার সাথে খেলেছি। আমি তখন অনেক ছোট। তিনি (সরফরাজের বাবা) ছিলেন আক্রমণাত্মক বাঁ হাতি ব্যাটার। আর মুম্বাই সার্কিটে তাঁর বেশ নাম ছিল। আমি তাঁকে বলেছিলাম, এই টেস্ট ক্যাপ যত টা না সরফরাজের, তার চেয়ে বেশি আপনার।’
রোহিত আকাশের অভিষেক ক্যাপ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। ভারতীয় প্রধাণ কোচ রাহুল দ্রাবিড়, আকাশ দীপকে তাঁর অভিষেক ক্যাপ পড়িয়ে দিয়েছিলেন।
রোহিত বলেন, ‘রাহুল (দ্রাবিড়) ভাই আকাশ দীপের জন্য একটা সুন্দর বক্তৃতা দিয়েছেন। আপনি শুধু চিন্তা করুন কতটা পরিশ্রম ও (আকাশ) করছে। ৬-৭ বছর আগেও কোথায় ছিল আর এখন কোথায় আছে। চোখের সামনে এসব দৃশ্য দেখে আপনিও খুব আবেগপ্রবণ হয়ে পড়বেন।’