কোথাও সময় মত পৌঁছাতে পারেননা ম্যাথুস

এই লঙ্কান আউট হলেই গ্যালারিতে থাকা সমর্থকেরা পান ভিন্ন এক স্বাদ। এইতো সিলেট টেস্টের প্রথম দিন রান আউটের ফাঁদে কাটা পড়েছেন তিনি, তাতেই সিলেট স্টেডিয়ামে থাকা গুটিকয়েক মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়েছে। 

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ বরাবরই উত্তাপ ছড়ায় দর্শকদের মাঝে। সেই উত্তাপ আরো বাড়িয়ে দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস, ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে টাইমড আউট হয়েছিলেন তিনি। ক্রিকেট ইতিহাসে সেবার প্রথম কোন ব্যাটার আন্তর্জাতিক পর্যায়ে এমন আউটের শিকার হয়েছেন, এরপর থেকে তাই তাঁকে ঘিরে চলছে আলোচনা।

সেজন্য শ্রীলঙ্কা এবার বাংলাদেশ সফরে আসার পর থেকে তাঁর দিকেই বাড়তি নজর সবার। এই লঙ্কান আউট হলেই গ্যালারিতে থাকা সমর্থকেরা পান ভিন্ন এক স্বাদ। এইতো সিলেট টেস্টের প্রথম দিন রান আউটের ফাঁদে কাটা পড়েছেন তিনি, তাতেই সিলেট স্টেডিয়ামে থাকা গুটিকয়েক মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়েছে।

ইনিংসের তখন ১৪তম ওভার, দিনেশ চান্দিমাল কভার অঞ্চলে বল ঠেলে দিয়ে এক রান নিতে চাইলেন। ম্যাথুস তাঁর ডাকে সাড়া দিয়েছেন, কিন্তু বুড়িয়ে যাওয়া শরীর সাড়া দিতে পারেনি। তাই তো দৌড়ে ফেরে উঠেননি তিনি, টাইগার দলপতি এর আগেই ডিরেক্ট হিটে স্ট্যাম্প ভেঙে দিয়েছেন। ফলে পাঁচ বলে চার রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল তাঁকে।

টাইমড আউটের দিন বাংলাদেশ দল, সাকিব আল হাসান সবার দিকেই আঙুল তুলেছিলেন এই অলরাউন্ডার; দেখিয়েছিলেন নীতি নৈতিকতার খোঁড়া যুক্তি। কিন্তু এবার নিজের ফিটনেস আর গতিকে দোষ দেয়া ছাড়া কোন উপায় নেই তাঁর সামনে।

অবশ্য নিজের ভুলে এর আগে আফগানিস্তানের বিপক্ষে হিট আউট হতে হয়েছিল তাঁকে। সুইপ শটে চার মারতে গিয়ে উইকেটে আঘাত হেনেছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

টাইমড আউট কান্ডের পর বাংলাদেশের মাটিতে তিনটি টি-টোয়েন্টি অবশ্য ইতোমধ্যে খেলেছেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে অপরাজিত ছিলেন, পরের ম্যাচে ব্যাটিং করতে হয়নি তাঁকে। এবং শেষ টি-টোয়েন্টিতে রিশাদ হোসেনের বলে ক্যাচ দিয়েছিলেন সৌম্যর হাতে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...