বোর্ডের বিশ্বকাপ পরিকল্পনা জানতে চেয়েছেন রোহিত!

বেশ কিছুদিন ধরেই ভারতের টি-টোয়েন্টি দলে নেই রোহিত শর্মা। স্পষ্ট করে বললে, গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর থেকে এই ফরম্যাটে ভারতের হয়ে আর মাঠে নামতে দেখা যায়নি তাঁকে। এমতাবস্থায়, টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল অনুমিতভাবেই।

আসন্ন বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর সেই মেগা টুর্নামেন্টকে সামনে রেখেই নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্প্রতি কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বৈঠকে বসেছিলেন বোর্ড কর্তারা। আর সেখানেই উঠে আসে টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে রোহিত ও বোর্ডের ভবিষ্যৎ ভাবনার কথা।

দৈনিক জাগরণ নামের ভারতীয় এক সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, সামনের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতকে নেতৃত্বে রাখা হবে কি না, তা নিয়ে সেই বৈঠকেই বোর্ড কর্তাদের প্রশ্ন করেছিলেন স্বয়ং রোহিতই। রোহিতের এমন প্রশ্নে অবশ্য সবাই ইতিবাচকই ছিলেন।

দ্রাবিড়, নির্বাচক প্যানেল সহ বৈঠকে যারাই ছিলেন তারাই একবাক্যে রোহিতের নেতৃত্বের প্রতি সমর্থন জানান। বোর্ডের সিংহভাগ সদস্যই, পরের বিশ্বকাপে রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে দেখতে যাচ্ছেন। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সামনের সিরিজেই রোহিতকে দলে পেতে চেয়েছিল বিসিসিআই।

কিন্তু, রোহিত রাজি হননি। তিনি নির্বাচকদের কাছে আরও একটু সময় নিয়ে বিশ্রাম চেয়েছেন। নির্বাচক প্যানেলও তাতে আপত্তি করেনি। রোহিতকে দলের বাইরে রেখেই দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করে ভারত। যদিও সাদা বলের সংস্করণে না খেললেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঠিকই টেস্ট সিরিজ খেলবেন তিনি।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link