ভনের হাস্যরস, ‘বিশেষ ক্লাবে স্বাগত মুশফিক!’

হ্যান্ডেল দ্য বল আউট হওয়া ক্রিকেটারদের এই ক্লাবের এগারোতম সদস্য মুশফিক।

মিরপুরে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই পতন ঘটেছে ১৫ উইকেটের। এর মাঝে মুশফিকুর রহিমের আউট নিশ্চিতভাবেই বিস্মিত করেছে সবাইকে। বল ডিফেন্ড করার পর হাত দিয়ে ধরে ফেলেন তিনি, পরবর্তীতে কিউই দলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে আউট দিতে বাধ্য হন আম্পায়াররা।

এর মধ্য দিয়ে ‘বিশেষ’ ক্লাবে যোগ দিলেন মুশফিক। হ্যান্ডেলড দ্য বল আউট হওয়া ক্রিকেটারদের এই ক্লাবের এগারোতম সদস্য তিনি। আর এক্সে (টুইটার) নিজের একাউন্টে পোস্ট দিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন তাঁকে এই ক্লাবে স্বাগত জানিয়েছেন।

তিনি লিখেন, ‘খুবই বিশেষ হ্যান্ডেলড দ্য বল ক্লাবে মুশফিককে স্বাগতম। শুধুমাত্র উপযুক্ত খেলোয়াড়রাই এর সদস্য হয়।’ মজার ব্যাপার, মুশফিকের আগে ভন সর্বশেষ এই বিচিত্র আউটের শিকার হয়েছিলেন। ২০০১ সালে ভারতের বিপক্ষে ব্যাঙালুরু টেস্টে টাইগার উইকেটকিপারের ভাগ্য বরণ করতে হয়েছিল ইংলিশ তারকাকে।

অদ্ভুত এই ঘটনা প্রথম দেখা গিয়েছিল ১৯৫১ সালে। ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার লেন হাটন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যান্ডল দ্য বল আউট হয়েছিলেন, সেই শুরু এরপর একে একে আরো দশজন যোগ দিলেন তাঁর সাথে।

এই দশজনের মধ্যে অবশ্য তারকার কমতি নেই। আছে স্টিভ ওয়াহ, গ্রাহাম গুচ, মাহেলা জয়াবর্ধনের মত নাম। ২০০১ সালে এক বছরেই তিনবার এই আউট হয়েছিল ব্যাটাররা। স্টিভ ওয়াহ, মারভান আতাপাত্তু আর জয়াবর্ধনে একই বছর বিরল ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়েছিলেন।

যদিও এই আধুনিক সময়ে এসে মুশফিকুর রহিমের আউট বড্ড চোখে লেগেছে। নিয়মের বেড়াজালে আবদ্ধ ক্রিকেটে নিয়ম জেনেও অবহেলার করার খেসারত দিতে হয়েছে তাঁকে, সেই সাথে ভোগান্তিতে পড়েছে টিম টাইগার্সও। ৪৭ রানে চার উইকেট হারানো বাংলাদেশ যখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল তখনি এমন কিছু ঘটেছে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...