চ্যাম্পিয়ন্স ট্রফির গন্ধ পেতে শুরু করেছেন রোহিত

কোটাকে তাঁর ব্যাট বলে উঠল, টাইগার জিন্দা হ্যায়।  ১৩ টি ওয়ানডে আর ১৫ টি মাস পর আহত বাঘ হয়ে ফিরে এলেন। ফিরবেনই তো, চ্যাম্পিয়ন্স ট্রফির গন্ধ তো বাঘ পেয়ে গেছে, এবার তাঁকে ঠ্যাকায় কে!

আহত বাঘকে খোঁচাতে যাবেন না। খোঁচা দিলেন তো বিপদে পড়বেন। আর সেই বিপদটাতেই পড়ে গেল ইংল্যান্ড। আহত বাঘের নাম রোহিত শর্মা। তিনি ঘায়েল হওয়া বাঘ। তিনি এবার রুখে দাড়িয়েছেন, পাল্টা আক্রমণের ঘোষণা করে দিয়েছেন। এবার আর চ্যাম্পিয়ন্স ট্রফি না এসে যায় কোথায়!

রোহিত শর্মা সেই কাজটাই করলেন যার জন্য তিনি বিখ্যাত। যার জন্য তাঁর নাম হয়েছে দ্য হিটম্যান। তিনি হিটই করলেন। ওটাতেই তো তাঁকে সবচেয়ে বেশি মানায়। রানের মধ্যে ছিলেন না। রান পাওয়ার জন্য ক্ষুধার্থ ছিলেন। সেই ক্ষুধা পেটে পেট ভরে রান করলেন। নিজে উপভোগ করলেন, দর্শকদের বিনোদন দিলেন। সমালোচনার সকল বাঁধ ছিন্ন করে করলেন ক্যারিয়ারের ৩২ তম সেঞ্চুরি। বড় মঞ্চ সামনে যখন, বাঘ কিভাবে শান্ত থাকে! হিংস্র তাঁকে হতেই হবে!

রোহিত শর্মার হিংস্রতা, প্রত্যাবর্তনের আমেজটা শুধুই ছিল ব্যাটে, উদযাপনে ছিলেন একেবারেই নিরুত্তাপ। আসল কাজটা তো বাকি। ভারতকে ২০১৩ সালের পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা উপহার না দিয়ে তিনি থামবেন না। সত্যিকারের অধিনায়ক এমনই হন!

মিডল অর্ডার ব্যাটার থেকে রোহিত শর্মার রূপান্তরিত হয়ে ওপেনার বনে যাওয়ার গল্পটা লেখা হয়ে গেছে ভারতের ক্রিকেটের ইতিহাসের পাতায়। ওপেনার বনে গিয়ে এক কালে একের পর এক ডাবল সেঞ্চুরি করেছেন। সেই রোহিতই ২০২৩ বিশ্বকাপে ছিলেন ভিন্নরূপে। তাঁর রোলটা ছিল খুবই ছোট্ট, কিন্তু খুবই গুরুত্ববহ। তিনি কেবল ফ্লাইং একটা স্টার্ট এনে দিবেন। স্ট্রাইক রেট রোহিতের জন্য আকাশে উঠলেও বড় ইনিংস খেলছিলেন না।

সেটা নিয়ে আক্ষেপও ছিল না। এই ভূমিকাতেই তিনি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতকে ফাইনালে তুলেছেন। ২০২৪ সালের বিশ্বকাপে একই ফর্মূলাতে শিরোপা জিতে এসেছে ভারত। দলীয় সাফল্যের ভিড়ে অপ্রাপ্তি ছিল একটাই – সেঞ্চুরি আসছিল না। যার নামের সাথেই লেগে আছে হিটম্যানের তকমা – তিনি কি আর সেঞ্চুরি না করে খুশি থাকতে পারেন।

না, রোহিত শর্মা অসন্তুষ্ট হয়ে জীবন কাটাতে রাজি নন। তিনি সকল আক্ষেপ ভেঙে, সকল সমালোচনার জবাব দিতে বের হয়ে আসলেন। কোটাকে তাঁর ব্যাট বলে উঠল, টাইগার জিন্দা হ্যায়।  ১৩ টি ওয়ানডে আর ১৫ টি মাস পর আহত বাঘ হয়ে ফিরে এলেন। ফিরবেনই তো, চ্যাম্পিয়ন্স ট্রফির গন্ধ তো বাঘ পেয়ে গেছে, এবার তাঁকে ঠ্যাকায় কে!

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link