ভারত নিজেদের টি-টোয়েন্টি পরিকল্পনা ঢেলে সাজাতে চায়। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তাঁদের বোধদয় হয়। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) দায়িত্ব দিতে চান নতুন প্রজন্মকে।
হার্দিক পান্ডিয়াকে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের নেতা হিসেবে চায় বিসিসিসিআই। তিনি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অধিনায়ক হিসেবেও বেশ সফল। তবে, এখানে সমস্যা খোদ রোহিত শর্মা। তিনি নিজের জায়গা জোর করে ধরে আছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন সিরিজ খেলছে ভারত। সেখানে টি-টোয়েন্টি সিরিজে ঠিক সুখকর অবস্থানে নেই রোহিত শর্মার দল। প্রথম দু’টো ম্যাচ হেরে বিপাকে আছে ভারত।
তবুও নিজের সিদ্ধান্তে অটল রোহিত। খেলতে চান আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। তিন ফরম্যাটের অধিনায়ক তাই দাবি করলেন। যদিও, নির্বাচকরা রোহিতের পক্ষে নেই।
বাদ পড়তে পারেন আরেক সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলিও। যে কারণে রোহিত ও বিরাট কোহলিকে বাদ দিয়েই দল গঠন করা হয়েছে একাধিক দ্বি-পাক্ষিক সিরিজে। কিন্তু এবার রোহিত যেন সব সমীকরণ বদলে দিলেন।
রোহিত বলেন, ‘মার্কিন মুলুকে শুধু আসা এবং ক্রিকেট উপভোগ করা নয়, আরও একটি কারণ রয়েছে। আমরা জানি যে, ২০২৪-এর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে বিশ্বের এই প্রান্তেই। আমি এবং আমরা সকলেই মুখিয়ে রয়েছি তার জন্য।’
রোহিতের এই মন্তব্যেই শুরু হয়েছে জল্পনা। তবে কি আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবেই খেলতে আগ্রহী তিনি? মানে, ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের আন্তর্জাতিক ময়দান এখনই ছাড়তে চান না তিনি? এখন নির্বাচকরা কি ভূমিকা রাখবেন, সেটাই দেখার বিষয়।