শঙ্কা কেটে গেছে। রোহিত শর্মাকে এখনই তুলে রাখতে হচ্ছে না সফেদ জার্সি। তাকে এখনই ভারত জাতীয় টেস্ট দল থেকে ছেটে ফেলা হচ্ছে না। তবে রোহিতকে ঘিরে তৈরি হয়েছিল ধোঁয়াশা। তার বিষয়ে স্বচ্ছতা নিয়ে হাজির হয়েছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার।
এক বছরের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা উঁচিয়ে ধরেছেন রোহিত। সাদা বলে দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করছেন তিনি। শিরোপা জেতার পেছনে তার অবদান আড়াল করার কোন সুযোগই নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে লাল বল মোকাবেলা করতে গিয়ে ভীষণ খাবি খেয়েছেন রোহিত।
নয় ইনিংস আগে শেষ অর্ধশতকের দেখা পেয়েছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৫২ করেছিলেন। এরপরই শুরু হয় তীব্র রান খরা। নয় ইনিংসে সর্বসাকুল্যে তার সংগ্রহ ৬৮ রান। এর মধ্যে অস্ট্রেলিয়া সিরিজের ভরাডুবিও রয়েছে।
সেই সিরিজটা ভুলে যেতে চাইবেন রোহিত শর্মা। কেননা তিন ম্যাচে পাঁচ ইনিংস ব্যাটিং করে মোটে ৩১ রান এসেছে তার ব্যাট থেকে। এমন দুর্দশার চিত্র ভুলে যেতে চাইলেও, অমবস্যার গভীর রাতে ভীষণ ভয়ের কারণ হয়।
ঠিক এ কারণেই অনেকেই টেস্ট ক্রিকেটে রোহিতর গোধুলী রেখা দেখে ফেলেছিলেন। কিন্তু এত তাড়াতাড়ি তার বিদায় হচ্ছে না।
আগামী জুন মাসে তাকে অধিনায়ক করেই ইংল্যান্ড সফরে যেতে চলেছে ভারত দল। পাঁচ টেস্ট ম্যাচের সেই সিরিজে রোহিত জয়ের অন্বেষণের নেতৃত্ব দেবেন। তবে এ যাত্রায় ছিটকে না গেলেও, ব্যাট রান করতে হবে রোহিতকে। তাছাড়া জাতীয় দলে টিকে থাকা তার জন্যে মুশকিল হয়ে যাবে।