মুম্বাই ইন্ডিয়ানস ইতিহাসের সফলতম অধিনায়ক রোহিত শর্মা। শুধু মুম্বাই নয়, আইপিএল ইতিহাসেরই সর্বোচ্চ শিরোপাজয়ী অধিনায়ক তিনি। মুম্বাইকে ১১ মৌসুমে নেতৃত্ব দিয়ে পাঁচটি আইপিএল ও একটি চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির শিরোপা এনে দিয়েছেন তিনি। তারপরও আসন্ন আইপিএলে নেতৃত্বের আর্মব্যান্ড হারাতে চলেছেন রোহিত। তাঁকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে।
মুম্বাই ইন্ডিয়ানসের এমন সিদ্ধান্ত দলকে পরবর্তীতে ভোগাতে পারে, এমনটিই মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান। তাঁর মতে, দলের উপরে প্রভাবের দিক থেকে রোহিত এবং ধোনি সমান সমান। এ নিয়ে ইরফান পাঠান ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘দলের উপরে রোহিত শর্মার প্রভাব অনেক। আমার মনে হয়, চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনিরও যেমন প্রভাব ঠিক একই ভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের উপরে প্রভাব রয়েছে রোহিত শর্মারও। তিলে তিলে সে দলটাকে নিজ হাতে তৈরি করেছেন। আইপিএলে তাদের এই সাফল্যের পিছনে রোহিতের অবদান অনেক। গত বছর আর্চার, বুমরাহের অনুপস্থিতিতেও দারুণ নেতৃত্ব দিয়েছিল সে।’
আর এমন হঠাৎ নেতৃত্ব বদলে হার্দিক পান্ডিয়ার জন্য কাজটা যে সহজ হবে না সেটিরও আভাস দিয়েছেন ইরফান পাঠান। তিনি বলেন, ‘রোহিত শর্মা, সুরিয়াকুমার যাদব এবং জাসপ্রতি বুমরাহ, এই তিন ক্রিকেটাররেরই ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছেন। আর তাই এ তিন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে সামনের পথে এগিয়ে যাওয়াটা পান্ডিয়ার জন্য কিছুটা কঠিন হবে। এটি মোটেই সহজ কোনো কাজ নয়।’
২০১০ সালে ডেকান চার্জারস ছেড়ে মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দেন রোহিত শর্মা। তখন থেকে মুম্বাইয়ের সঙ্গেই আছেন তিনি। দলটির নেতৃত্ব পান আরও তিন মৌসুম পর ২০১৩ আইপিএলের মাঝামাঝিতে। আর অধিনায়ক হিসেবে অভিষেকে বাজিমাত করেন এ ক্রিকেটার। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছিল মুম্বাই ইন্ডিয়ানস। ঐএকই বছরই আবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে মুম্বাই।
তবে ১১ বছরের এই অধ্যায়ের পর্দা অবশেষে নামছে। মুম্বাইয়ের অধিনায়ক এখন হার্দিক পান্ডিয়া। সব কিছু সামলে হার্দিকের নেতৃত্ব মুম্বাইকে কতদূর নিয়ে যায়, সেটিই এখন দেখার বিষয়।